খবরঅনলাইন ডেস্ক: যাঁরা বাঁধাধরা নিয়মের বাইরে গিয়ে একটু ভিন্ন স্বাদের বিষয় নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক, অথবা ক্যামেরার রঙিন ফ্রেমের মধ্যে যাঁরা নিজেদের স্বপ্নগুলোকে ফুটিয়ে তুলতে চান তাঁরা পড়াশোনা করতে পারেন চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন দিক নিয়ে। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা অভিনয় থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাণ, চিত্রনাট্য লেখা, চিত্রগ্রহণ, চলচ্চিত্র সম্পাদনা প্রভৃতি বিষয়ে শিক্ষা অর্জন করতে পারবেন।
আজ বিস্তারিত জেনে নেওয়া যাক চলচ্চিত্রকে নিজেদের ক্যারিয়ার হিসেবে বেছে নিতে হলে কী বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে, কোথায় কোথায় পড়ার সুযোগ রয়েছে এবং এর জন্য কী ন্যূনতম যোগ্যতা প্রয়োজন ইত্যাদি বিষয়।
কী নিয়ে পড়বেন এবং কোথায় পড়বেন
চলচ্চিত্র নিয়ে দু’ রকম ভাবে পড়াশোনা করা যায়। চলচ্চিত্র বিষয়ে অ্যাকাডেমিক পড়াশোনা করতে হলে বা ভবিষ্যতে গবেষণা করতে চাইলে পড়তে হবে ফিল্ম স্টাডিজ নিয়ে। আর চলচ্চিত্র নির্মাণ সম্পর্কে জানতে হলে সে বিষয়ের সমস্ত রকম খুঁটিনাটি নিয়ে পড়তে হবে।
ফিল্ম স্টাডিজ
ফিল্ম স্টাডিজ বিষয়টিতে পশ্চিমবঙ্গ অথবা ভারতের প্রায় কোথাও বিএ অনার্স কোর্স পড়ানো হয় না। তবে পশ্চিমবঙ্গের বেশ কিছু কলেজ রয়েছে যেখানে ৩ বছরের বিএ জেনারেল কোর্সে অন্যতম বিষয় হিসাবে ফিল্ম স্টাডিজ পড়া যায়।
ন্যূনতম যোগ্যতা
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে কলেজে বিএ জেনারেল কোর্সে অ্যাডমিশন নেওয়া যায়।
স্নাতক কোর্সে ফিল্ম স্টাডিজ কোথায় পড়বেন
যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা (ফোন: ০৩৩ ২৪১৪৬৬৬৬)
স্নাতক স্তরে এবং তার পরে স্নাতকোত্তর স্তরে ফিল্ম স্টাডিজ পড়ার অন্যতম জনপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়।
বিস্তারিত জানার জন্য দেখুন http://www.jaduniv.edu.in/
বিবেকানন্দ কলেজ, ঠাকুরপুকুর, কলকাতা (ফোন: ০৩৩ ২৪৯৭৬৮২৪)
ইংরেজি, জার্নালিজম ও ফিল্ম স্টাডিজ বিষয় নিয়ে ৩ বছরের বিএ জেনারেল কোর্স পড়া যায়।
জার্নালিজম নিয়ে ৩ বছরের বিএ অনার্স কোর্স করলে সহযোগী বিষয় (elective subject) হিসাবে ফিল্ম স্টাডিজ পড়া যায়।
বিস্তারিত জানার জন্য দেখুন https://www.vckolkata63.org
সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা (ফোন: ০৩৩ ২২৫৫১১০১)
৩ বছরের বিএ জেনারেল কোর্সে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়া যায়।
বিস্তারিত জানার জন্য দেখুন https://www.sxccal.edu
লরেটো কলেজ, কলকাতা (ফোন: ০৩৩ ২২৬৪০৯৫২)
ইংরেজি, এডুকেশন, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি যে কোনো একটি বিষয়ে তিন বছরের অনার্স কোর্স করলে সহযোগী বিষয় (elective subject) হিসাবে ফিল্ম স্টাডিজ পড়া যায়।
বিস্তারিত জানার জন্য দেখুন https://www.loretocollege.in/
সরশুনা কলেজ, সরশুনা, কলকাতা (ফোন: ০৩৩ ২৪৫২৩৬৯৯)
৩ বছরের বিএ জেনারেল কোর্সে অন্যতম বিষয় নিয়ে ফিল্ম স্টাডিজ পড়া যায়।
বিস্তারিত জানার জন্য দেখুন http://sarsunacollege.ac.in
ইন্সপিরিয়া নলেজ ক্যাম্পাস, মাটিগাড়া, শিলিগুড়ি (ফোন: ৮৯০০৭৫৫৫৫০)
ফিল্ম অ্যান্ড টেলিভিশনে তিন বছরের বি এসসি কোর্স।
বিস্তারিত জানার জন্য দেখুন https://inspiria.edu.in/
চলচ্চিত্র নির্মাণ
এ বার আসা যাক চলচ্চিত্র নির্মাণের বিষয়ে। দেশ তথা রাজ্যে বেশ কিছু নামকরা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে এই বিষয় পড়া যায়। এক নজরে সেগুলির কয়েকটি দেখে নেওয়া যাক –
ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই), পুণে (ফোন: ০২০ ২৫৫৮০০০০)
কোন কোন বিষয় পড়ানো হয়
ফিল্ম উইং-এ যে যে বিষয় পড়ানো হয় – ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে রাইটিং, সিনেমাটোগ্রাফি, এডিটিং, সাউন্ড রেকর্ডিং অ্যান্ড সাউন্ড ডিজাইন, আর্ট ডিরেকশন অ্যান্ড প্রোডাকশন ডিজাইন, স্ক্রিন অ্যাক্টিং এবং স্ক্রিন রাইটিং (ফিল্ম, টিভি অ্যান্ড ওয়েব সিরিজ)।
টিভি উইং-এ যে যে বিষয় পড়ানো হয় – ডিরেকশন, ইলেকট্রনিক সিনেমাটোগ্রাফি, ভিডিও এডিটিং এবং সাউন্ড রেকর্ডিং অ্যান্ড টেলিভিশন ইঞ্জিনিয়ারিং।
এই বিষয়গুলিতে ৩ বছরের, ২ বছরের ও ১ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং ১ বছরের পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স পড়ানো হয়।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা
আর্ট ডিরেকশন অ্যান্ড প্রোডাকশন ডিজাইন-এর ক্ষেত্রে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে অ্যাপ্লায়েড আর্টস, আর্কিটেকচার, পেন্টিং, স্কাল্পচার, ইন্টেরিওর ডিজাইন বা ফাইন আর্টস-এর প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতক বা সমমানের ডিপ্লোমা।
অন্যান্য বিষয়ের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক। তবে সাউন্ড রেকর্ডিং অ্যান্ড সাউন্ড ডিজাইন পড়তে হলে ১০+২ কোর্সে ফিজিক্স থাকতে হবে।
বাছাই প্রক্রিয়া
জাতীয় স্তরে জয়েন্ট এনট্রান্স পরীক্ষা এবং তৎপরবর্তী ইন্টেরাক্টিভ ওরিয়েন্টেশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়।
বিস্তারিত জানার জন্য দেখুন https://www.ftii.ac.in/
সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই), ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস, কলকাতা (ফোন: ০৩৩ ২৪৩২৮৩৫৫)
কোন কোন বিষয় পড়ানো হয়
সিনেমার ক্ষেত্রে অ্যানিমেশন সিনেমা, সিনেমাটোগ্রাফি, ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে রাইটিং, এডিটিং, সাউন্ড রেকর্ডিং অ্যান্ড ডিজাইন এবং প্রডিউসিং ফর ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিষয়ে তিন বছরের পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম।
ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়ার (ইডিএম) ক্ষেত্রে ইডিএম ম্যানেজমেন্ট, সিনেমাটোগ্রাফি ফর ইডিএম, রাইটিং ফর ইডিএম, এডিটিং ফর ইডিএম, ডিরেকশন অ্যান্ড প্রডিউসিং ফর ইডিএম এবং সাউন্ড ফর ইডিএম বিষয়ে দু’ বছরের পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক। তবে সাউন্ড রেকর্ডিং অ্যান্ড সাউন্ড ডিজাইন পড়তে হলে ১০+২ কোর্সে ফিজিক্স থাকতে হবে। অ্যানিমেশন সিনেমা নিয়ে পড়তে চাইলে আঁকায় দক্ষতা থাকা চাই।
বাছাই প্রক্রিয়া
জাতীয় স্তরে জয়েন্ট এনট্রান্স পরীক্ষা এবং তৎপরবর্তী ইন্টেরাক্টিভ ওরিয়েন্টেশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়।
বিস্তারিত জানার জন্য দেখুন http://srfti.ac.in/
হুইসলিং উড্স ইন্টারন্যাশনাল, মুম্বই (ফোন: ০৮৪৫১৮০৩৮৫২)
কোন কোন বিষয় পড়ানো হয়
ফিল্ম মেকিং-এ তিন বছরের বি এসসি/বিএ, ফিল্ম মেকিং-এ দু’ বছরের এমএ, স্ক্রিন রাইটিং-এ তিন বছরের বিএ এবং স্ক্রিন রাইটিং-এ এক বছরের ডিপ্লোমা।
বিস্তারিত জানার জন্য দেখুন http://whistlingwoods.film/
এশিয়ান অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন, নয়ডা (ফোন: ০৯১০৯১১২০৫৬)
কোন কোন বিষয় পড়ানো হয়
অ্যাক্টিং, সিনেমাটোগ্রাফি, ডিরেকশন, পোস্ট প্রোডাকশন এবং সাউন্ড এডিটিং-এ তিন বছরের বিএসসি (সিনেমা) ও তিন বছরের ডিপ্লোমা। ওই একই বিষয়ে দু’ বছরের এমএসসি (সিনেমা) ও দু’ বছরের পিজি ডিপ্লোমা। তিন বছরের বিএ (থিয়েটার অ্যান্ড ড্রামা) এবং দু’ বছরের এমএ (থিয়েটার অ্যান্ড ড্রামা)।
অ্যাক্টিং ফর ফিল্ম অ্যান্ড টিভি, ক্যামেরা অ্যান্ড লাইটিং টেকনিক্স, পোস্ট প্রোডাকশন, ভিস্যুয়াল কমিউনিকেশন এক বছরের ডিপ্লোমা এবং ফিল্ম অ্যান্ড টিভি প্রোডাকশন ডিরেকশন বিষয়ে এক বছরের পিজি ডিপ্লোমা।
বিস্তারিত জানার জন্য দেখুন https://aaft.com/
রূপকলা কেন্দ্র, সল্ট লেক, কলকাতা (ফোন: ০৩৩ ২৩৫৭৫৭৪৩)
কোন কোন বিষয় পড়ানো হয়
ডেভেলপমেন্ট কমিউনিকেশন, ডিরেকশন, মোশন পিকচার ফোটোগ্রাফি, এডিটিং, সাউন্ড ডিজাইন এবং অ্যানিমেশন ক্রিয়েশন অ্যান্ড ডিরেকশন বিষয়ে দু’ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পড়ানো হয়।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা
সব ক্ষেত্রেই স্নাতক হতে হবে। তবে সাউন্ড ডিজাইন নিয়ে পড়তে চাইলে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স থাকতে হবে। অ্যানিমেশন ক্রিয়েশন অ্যান্ড ডিরেকশন নিয়ে পড়তে চাইলে আঁকা ও কম্পিউটার দক্ষতা থাকতে হবে। ডেভেলপমেন্ট কমিউনিকেশন নিয়ে পড়তে চাইলে স্নাতক স্তরে মাস কমিউনিকেশন বা সোশ্যাল সায়েন্স বা ইকনমিক্স থাকতে হবে।
প্রার্থী বাছাই
এনট্রান্স পরীক্ষা এবং ওরিয়েন্টেশন ও ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়।
বিস্তারিত জানার জন্য দেখুন https://www.kendroonline.org/
আইসিই ইনস্টিটিউট, মুম্বই (ফোন: ৯১ ৮০১০০৭৮৬০১)
কোন কোন বিষয় পড়ানো হয়
অনলাইন অ্যাক্টিং, অনলাইন ফিল্ম মেকিং, অ্যাক্টিং, মডেলিং, ফিল্ম মেকিং বিষয়ে পড়ানো হয়। ভারতের বিভিন্ন জায়গায় অ্যাক্টিং-এর ক্লাস হয়।
বিস্তারিত জানার জন্য দেখুন https://www.theiceinstitute.com/
ন্যাশনাল অ্যাকাডেমি অব মিডিয়া অ্যান্ড ইভেন্টস (NAME), কলকাতা (ফোন: ০৯৮৩০২১৬৩২১)
কোন কোন বিষয় পড়ানো হয়
‘ফিল্ম, টেলিভিশন অ্যান্ড ওয়েব সিরিজ মেকিং’-এ এক বছরের ডিপ্লোমা কোর্স ও ছ’ মাসের সার্টিফিকেট কোর্স
ন্যূনতম যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাস।
ভর্তি পদ্ধতি – NAME-এর ভর্তি পরীক্ষা ও ইন্টারভিউয়ের ভিত্তিতে
বিশদ জানতে ক্লিক করুন – https://nameedu.in/
ন্যাশনাল ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড ফাইন আর্টস, কলকাতা
কোন কোন বিষয় পড়ানো হয়
ডিজিটাল সিনেমা মেকিং (ফিল্ম ডিরেকশন), ডিজিটাল সিনেমা এডিটিং ও ডিজিটাল সিনেমাটোগ্রাফিতে দেড় বছরের ডিপ্লোমা কোর্স; অ্যাডভান্স অ্যাক্টিং-এ সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স; স্টেজ অ্যান্ড ফিল্ম অ্যাক্টিং ও মিউজিক ডিরেকশন-এ ডিপ্লোমা কোর্স; স্ক্রিনপ্লে রাইটিং ও সাউন্ড রেকর্ডিং অ্যান্ড এডিটিং-এ সার্টিফিকেট কোর্স।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা
অ্যাক্টিং-এর জন্য মাধ্যমিক বা সমতুল; ডিরেকশন-এর জন্য যে কোনো বিষয়ে স্নাতক বা সমতুল এবং অন্যান্যা বিষয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল।
প্রার্থী বাছাই
ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্টের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়।
বিশদ জানতে দেখুন https://www.niffa.org/
ইনস্টিটিউট অব মিডিয়া এনটারটেনমেন্ট, কলকাতা (ফোন: ০৯৮৩০৭০৬৬৮৭)
কোন কোন বিষয় পড়ানো হয়
ফিল্ম মেকিং অ্যান্ড সিনেমাটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, ভিস্যুয়াল এফেক্টস-এ এক বছরের কোর্স; ডিজিটাল ফোটোগ্রাফিতে ছ’ মাসের কোর্স; গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন, ফিল্ম এডিটিং-এ আট মাসের কোর্স; থ্রিডি অ্যানিমেশন-এ দু’ বছরের কোর্স।
বিশদ জানতে দেখুন http://www.imegroup.co.in/
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড ফাইন আর্টস, কলকাতা (ফোন: ৮৫৮৫০০৪৪৪৪)
কোন কোন বিষয় পড়ানো হয়
সিনেমাটোগ্রাফি (ভিডিও অ্যান্ড সিনে ক্যামেরা), স্ক্রিন রাইটিং অ্যান্ড ফিল্ম ডিরেকশন, ফোটোগ্রাফি (স্টিল ক্যামেরা), স্ক্রিপ্ট রাইটিং, ফিল্ম এডিটিং এবং অ্যাক্টিং-এ ছ’ মাসের কোর্স; অ্যাডভান্সড ফিল্ম মেকিং (ফোটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, স্ক্রিন রাইটিং অ্যান্ড ফিল্ম ডিরেকশন, ফিল্ম এডিটিং) এক বছরের কোর্স।
বিশদ জানতে দেখুন https://www.filmandfinearts.com/
র্যাকপা ফিল্ম ইনস্টিটিউট, কলকাতা (ফোন: ০৩৩ ৪৬০০০১৯৭, ৬২৯০৪৮০৮৯৬)
কোন কোন বিষয় পড়ানো হয়
স্ক্রিন অ্যাক্টিং, ফিল্ম ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, স্ক্রিপ্ট রাইটিং, ফিল্ম এডিটিং ও আর্ট ডিরেকশন।
বিশদ জানতে দেখুন https://www.racpa.org/