দেশের লক্ষ লক্ষ বেসরকারি কর্মীর জন্য সুখবর। ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য ৮.২৫ শতাংশ হারে ইপিএফ (Employees’ Provident Fund) সুদের টাকা সদস্যদের অ্যাকাউন্টে জমা দিতে শুরু করেছে ইপিএফও (EPFO)। যদিও এখনও পর্যন্ত SMS বা ইমেল মারফত কোনও অফিসিয়াল নোটিফিকেশন পাঠানো হয়নি, তবে ইতিমধ্যেই অনেক সদস্য তাঁদের পাসবুকে সুদের আপডেট দেখতে পাচ্ছেন।
এপ্রিলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ইপিএফও-এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের সুদের হার সংক্রান্ত সুপারিশ অনুমোদন করে। তারপরই এই সুদ জমার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সূত্রের খবর। দেশজুড়ে প্রায় ৮ কোটি ইপিএফও সদস্য রয়েছেন। ফলে এই সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলবে দেশের বিপুল কর্মী-শ্রেণির রিটায়ারমেন্ট সঞ্চয়ে।
সাধারণত ইপিএফের সুদ মাসিক ভিত্তিতে হিসেব করা হলেও, একসাথে নির্দিষ্ট সময়ে জমা হয়। সাধারণত জুন থেকে আগস্ট মাসের মধ্যে অধিকাংশ সদস্যের অ্যাকাউন্টে সুদের টাকা জমা হয়।
সদস্যরা নিজেদের ইপিএফ পাসবুক অনলাইনে চেক করতে পারেন। তার জন্য EPFO-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Our Services’ থেকে ‘For Employees’ সেকশনে যেতে হবে। সেখান থেকে ‘Member Passbook’ অপশনে ক্লিক করে, UAN নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগইন করলেই সদস্যরা নিজ নিজ অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
যাঁদের এখনও সুদ জমার আপডেট দেখা যাচ্ছে না, তাঁদের কিছুদিন অপেক্ষা করতে বলা হচ্ছে। কারণ, সব অ্যাকাউন্টে একসঙ্গে আপডেট পৌঁছতে সময় লাগে। যদি দীর্ঘদিন পরও সুদের টাকা না দেখেন, তাহলে সদস্যরা EPFO পোর্টালে অনলাইনে গ্রিভ্যান্স রেজিস্টার করতে পারেন অথবা নিকটবর্তী EPFO অফিসে যোগাযোগ করতে পারেন।
অনেক সময় আগের চাকরির পুরনো Member ID অ্যাকাউন্টের সাথে Merge না থাকলে, ব্যালান্স শূন্য দেখাতে পারে। এর সমাধানও অনলাইনে Transfer Request করে করা সম্ভব।