অভিজিৎ ব্যানার্জি:
ল্যাঙ্গুয়েজ পেপারে থাকবে ১০টি প্রশ্ন। নম্বর ১০। আমরা আজ এখানে বাংলা নিয়ে আলোচনা করব।
নীচের বিষয়গুলো মনে রাখতে হবে-
- যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে, তাকে স্বরধ্বনি বলে।
- সানুনাসিক স্বর চন্দ্রবিন্দু যোগ করে হয়। যেমন- ইঁদুর।
- সম্মুখস্থ স্বরধ্বনি – ই, ঈ, এ, ঐ, ঔ, ঊ, ঋ
- পশ্চাৎ ভাগস্থ স্বরধনি- উ, ও, অ, আ
- সংবৃত- ই, উ
- বিবৃত- অ্যা, আ
- কণ্ঠ বর্ণ- ‘ক’ বর্ণ
- তালব্য বর্ণ- ‘চ’ বর্ণ
- মূর্ধা বর্ণ- ‘ট’ বর্ণ
- দন্ত বর্ণ- ‘ত’ বর্ণ
- ওষ্ঠ বর্ণ- ‘প’ বর্ণ
- নাসিক্য বর্ণ- ঙ, ঞ, ন, ণ, ম
- উপধ্বনি- শ, ষ, স, হ
আরও পড়ুন: রাজ্য সরকারের গ্রুপ ডি পরীক্ষার জীবনবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা
- অন্তস্থ ধ্বনি- য, র, ল, ব ( স্পর্শ ও উষ্ম ধ্বনির অন্তর্বর্তী স্থানে থাকে)
- অর্ধ ব্যঞ্জন ধ্বনি- ন, ম, র, ল
- অযোগবাহ বর্ণ- ং, ঃ
- কম্পনজাত ধ্বনি- র
- পার্শ্বিক ধ্বনি- ল
- তাড়নজাত ধ্বনি- ড়, ঢ়
- তরল স্বর- র, ল
- মহাপ্রাণ ধ্বনি- খ, ছ, ধ, থ, ফ
- অল্পপ্রাণ ধ্বনি- ক, চ, ট, ত, প, গ, জ, দ, ড, ব, ঙ, ঞ, ন, ণ, ম, র, ল, ব
- ঘোষ ধ্বনি- গ, ঙ, জ, ঝ, ঞ, দ, ধ, ন, ব, ভ, ম এবং য, র, ল
- অঘোষ ধ্বনি- ক, খ, চ, ছ, ট, ধ, প, ফ, শ, ষ, স
- ঘৃষ্ট ধ্বনি- চ, জ
- স্বরভক্তি/ বিপ্রকর্ষ- ভক্তি > ভক্তি। দু’টি সংযুক্ত ব্যঞ্জক ধ্বনির মধ্যে স্বরধ্বনির আগমন
- আদি স্বরাগম- উচ্চারণের সুবিধের জন্য শব্দের আদি বা প্রথমে স্বরধ্বনির আগমন। স্ত্রী > ইস্ত্রি, স্কুল > ইস্কুল
আরও পড়ুন: রাজ্য সরকারের গ্রুপ-ডি পরীক্ষায় ইতিহাসের জন্য প্রস্তুতি
- মধ্য স্বরাগম- রক্ত > রক্ত
- অন্ত স্বরাগম- বেঞ্চ > বেঞ্চি
- আদি স্বরালোক- অলাবু > লাউ
- মধ্য স্বরালোক- ময়ূর > মউর > মোর
- অন্ত স্বরালোক- ফেরু > ফেউ
- অপিনিহিতি- আজি > আইজ, রাতি > রাইত
- অভিশ্রুতি- করিয়া > কইর্যা > করে
আরও পড়ুন: রাজ্য সরকারের গ্রুপ ডি পদে নিয়োগ : জেনারেল স্টাডিজ বিষয়ে প্রস্তুতি
এ ছাড়া যে কোনো একটা বাংলা ব্যাকরণ বই থেকে আরও উদাহরণ দেখবে আর পড়াশোনা করবে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
Khub valo… sondhir niyom gulo dile valo hoto
Notun kichhu science er question answar dile valo hoy.
Comments are closed.