শিক্ষা ও কেরিয়ার
তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য সুখবর! করোনা-ধাক্কা এড়িয়ে অনেকটাই বাড়বে নিয়োগ, মত ৯৫ শতাংশ সিইও-র
ভারতীয় প্রযুক্তিক্ষেত্রের বৃদ্ধি ২০২০-র থেকে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে চলতি বছরে।

খবর অনলাইন ডেস্ক: আগের বছরের তুলনায় এ বার তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নিয়োগের সংখ্যাও অনেকটা বাড়তে পারে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্ট মহল।
করোনাভাইরাস মহামারিতে বিধ্বস্ত অর্থনীতির বৃদ্ধি হ্রাস পেয়েছে উল্লেখযোগ্য ভাবে। তবে ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এর বড়োসড়ো ব্যতিক্রম ধরা পড়েছে।
শিল্প সংগঠন ন্যাসকমের অনুমান, ২০২০-২১ আর্থিক বছরে এই ক্ষেত্রটিতে ২.৩ শতাংশ বৃদ্ধি হয়ে ১৯,৪০০ কোটি ডলারে গিয়ে ঠেকতে পারে। যদিও তারা এখনও নির্দিষ্ট আর্থিক বৃদ্ধির হার প্রকাশ করেনি, যা শেষ বছরে ছিল ৮.৪ শতাংশ।
তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বৃদ্ধির বাস্তব পরিস্থিতি তুলে ধরতে ন্যাসকম সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সিইও-দের সঙ্গে কথা বলে একটি সমীক্ষা চালিয়েছে। ওই সমীক্ষায় দেখা গিয়েছে, “বিভিন্ন সংস্থার ৯৭ শতাংশ প্রধান নির্বাহী আধিকারিক ২০২০ সালের তুলনায় উন্নততর অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রত্যাশা করছেন”।
ওই সমীক্ষাটিতেই উঠে এসেছে আরও একটি চমকপ্রদ তথ্য। যেখানে “৯৫ শতাংশ সিইও জানিয়েছেন, ২০২০-র থেকে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আরও বেশি নিয়োগ হতে চলেছে ২০২১-এ। পাশাপাশি ৬৭ শতাংশ সিইও মনে করেন, ভারতীয় প্রযুক্তিক্ষেত্রের বৃদ্ধি ২০২০-র থেকে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে চলতি বছরে”।
সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, “পরবর্তী স্বাভাবিক ক্ষেত্রে, সিইও-দের সঙ্গে আলোচনার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই শিল্পটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রগুলিও যথেষ্ট ইতিবাচক হয়ে উঠেছে”।
ভারতের জিডিপির ৮ শতাংশ দখল করে রয়েছে তথ্যপ্রযুক্তি ক্ষেত্র। অন্য দিকে প্রযুক্তি ক্ষেত্রে ডিজিটাল আয় ছিল শিল্প আয়ের ২৮-৩০ শতাংশ বা ৫০০০-৫৩০০ ডলার, যার নিরিখে সামগ্রিক পরিষেবাগুলির বৃদ্ধির হার পাঁচগুণ বাড়ছে। নাসকমের রিপোর্টে আরও বলা হয়েছে যে, সংস্থাগুলি ডিজিটাইজেশনকে অগ্রাধিকার দেওয়ার জন্য তাদের প্রযুক্তি ব্যয়গুলিকে ফের ভারসাম্যের জায়গায় পৌঁছে দিচ্ছে।
প্রসঙ্গত, চলতি আর্থিক বছরে ক্যাম্পাস থেকে নিয়োগে বড়োসড়ো প্রভাব ফেলেছে করোনা অতিমারি। যে কারণে চাহিদা বেড়েছে। সব মিলিয়ে আগের বছরের তুলনায় এ বার সরাসরি ক্যাম্পাস থেকে নিয়োগের সংখ্যাও অনেকটা বাড়তে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট মহলের মতে, ২০২১-২২ অর্থবর্ষে প্রায় ৯১ হাজার নতুন কর্মী নিয়োগ করতে পারে টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেকনোলজিস এবং উইপ্রোর মতো বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি।
বিস্তারিত পড়তে পারেন এখানে: ৯১ হাজার ফ্রেশার নিয়োগ করতে পারে বৃহত্তম চার তথ্যপ্রযুক্তি সংস্থা
শিক্ষা ও কেরিয়ার
এই প্রথম ডিজিট্যাল জার্নালিজমের কোর্স শহরের প্রাণকেন্দ্রে
বির্বতনের সঙ্গে পা মিলিয়ে এগিয়ে চলাই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য।

কাগজ থেকে রেডিও, রেডিও থেকে টিভি, হালে ডিজিট্যাল মিডিয়া – এ ভাবেই ধাপে ধাপে বির্বতন হচ্ছে সংবাদমাধ্যমের। এই বির্বতনের সঙ্গে পা মিলিয়ে এগিয়ে চলাই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য।
মূল কাঠামোটা এক থাকলেও মাধ্যম অনুযায়ী বদলে যায় সংবাদ পরিবেশনের ধরন। সাংবাদিকদের এই বিষয়টা জানা জরুরি। এ কথা আজ সকলে এক বাক্যে স্বীকার করবেন যে, ডিজিট্যাল মিডিয়াই সংবাদমাধ্যমের ভবিষ্যৎ। তাই সাংবাদিকদের এই মাধ্যমে দক্ষ হয়ে ওঠাটা খুব জরুরি।
সে কারণে খবর অনলাইন এবং কবিনগর কলাতীর্থ ইনস্টিটিউট অফ কালচার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে ডিজিট্যাল সাংবাদিকতায় তিন মাসের সার্টিফিকেট কোর্স। কলকাতায় এই প্রথম এ ধরনের কোর্স চালু হচ্ছে।
ডিজিট্যাল মিডিয়ায় সাংবাদিকতাকে যাঁরা পেশা হিসাবে নিতে চান তাঁদের আরও দক্ষ করে তুলতে এই কোর্স। খবর সংগ্রহ করা ও লেখার পাশাপাশি এই মাধ্যমের সঙ্গে জড়িত বিভিন্ন প্রযুক্তিগত বিষয় শেখানো হবে এই কোর্সে।
সাংবাদিকতার জগতে প্রতিষ্ঠিত ব্যক্তিদের পাশাপাশি এই মিডিয়ায় কর্মরত ব্যক্তিরা প্রশিক্ষণ দেবেন এই কোর্সে। সোশ্যাল মিডিয়ায় যে হেতু অ্যাঙ্কারিং একটি অন্যতম বিষয়, তাই এই কোর্সে অ্যাঙ্কারিংয়ের প্রাথমিক ধারণা দেওয়া হবে। এর সঙ্গে থাকছে হাতে-কলমে কাজ করার সুযোগ।
এ বিষয়ে খবর অনলাইনের সম্পাদক এবং আনন্দবাজার পত্রিকার প্রাক্তন ডেপুটি-নিউজ এডিটর শম্ভু সেন জানালেন, ‘‘যে পেশাই হোক না কেন, বির্বতনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলতে হয়। সাংবাদিকতার জগতে যাঁরা আসতে চাইছেন বা নিজেকে ডিজিট্যাল মিডিয়ায় প্রতিষ্ঠিত করতে চাইছেন, তাদের অবশ্যই এই ধরনের কোর্স করা উচিত।”
কবিনগর কলাতীর্থ দীর্ঘদিন ধরে কলকাতা শহরের প্রাণকেন্দ্রে দৃষ্টিহীন এবং দুঃস্থদের নিয়ে ধারাবাহিক ভাবে সংস্কৃতিচর্চার কাজ করে চলেছে। এই চর্চার মাধ্যমে নিরবিচ্ছিন্ন ভাবে সংস্কৃতি ভাবনার আদান-প্রদানের কাজ চালিয়ে যাচ্ছে তারা।
অনলাইন নিউজ পোর্টাল হিসাবে খবর অনলাইন একটি প্রতিষ্ঠিত নাম। ২০১৪ সাল থেকে এর পথ চলা শুরু। তার পর থেকে ধারাবাহিক ভাবে তথ্যপূর্ণ এবং সত্যের উপর ভিত্তি করে খবর করে চলেছে খবর অনলাইন।
স্বাভাবিকভাবে, এমন দুটি সংস্থার মেলবন্ধনে আয়োজিত এই কোর্সের মধ্যে থাকবে সামাজিক ভাবনাও। পড়ুয়ারা যাতে এই কোর্স করে কর্মজীবনে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারে সে দিকেই বিশেষ নজর দেওয়া হবে বলেই জানিয়েছেন উদ্যোক্তারা।
মার্চের ১৭ তারিখ থেকে শুরু হবে কোর্সটি। ক্লাস হবে এক্সাইড বিল্ডিংয়ের ঠিক পিছন দিকে, 59B CHOWRINGEE Road Kolkata 700020, 3rd Floor। কোর্সের ফি এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে হলে যোগাযোগ করুন ৮৪২০৮৫২৮০৯ নম্বরে (সকাল ১১ থেকে সন্ধে ৬টা)।
আর্থিক ভাবে দুর্বল ছাত্রদের জন্য ফি-র ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হবে।
কলকাতার প্রাণকেন্দ্রে আয়োজিত ডিজিট্যাল জার্নালিজমের এমন একটি কোর্স সংবাদমাধ্যমে চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধা করে দেবে।
শিক্ষা ও কেরিয়ার
১৫,২৮৪টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল পর্ষদ
প্রকাশিত হল প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাতালিকা। প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হবে।

খবর অনলাইন ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার দু’মাসের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।
মুখ্যমন্ত্রীর ঘোষণার পর গত ২৩ ডিসেম্বর ১৬ হাজার ৫০০ শূন্যপদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্তদের আবেদন জানানোর নির্দেশিকা প্রকাশিত হয়।
সেই আবেদনের ভিত্তিতেই সোমবার গভীর রাতে ১৫ হাজার ২৮৪ জনের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। পর্ষদ সূত্রে খবর, প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হবে।
বাকি যে ১,২১৬ টি শূন্যপদের মেধাতালিকা প্রকাশ করা হয়নি, সেগুলিতে যাঁরা অনলাইনে আবেদন করেছেন অথচ নাম এই মেধাতালিকায় ওঠেনি এবং কলকাতা হাইকোর্টের নির্দেশানুসারে যাঁরা অফলাইনে আবেদন করেছেন, তাঁদের দিয়ে পূরণ করা হবে।

পর্ষদ প্রকাশিত মেধাতালিকা দেখা যাবে www.wbbpe.org ও http://wbbprimaryeducation.org ওয়েবসাইটে।
প্রসঙ্গত, ডিসেম্বরে মমতা ঘোষণা করেন, “প্রাথমিকের জন্য ১৬,৫০০ শূন্যপদে নিয়ে নিয়োগ করা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে। ইন্টারভিউ হবে আগামী বছরের ১০-১৭ জানুয়ারি। এর পরে অ্যাপয়েন্টমেন্ট প্যানেল তৈরি হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব”। সেই ঘোষণা মতোই চলতি বছরের শুরুর দিকে ইন্টারভিউ হয়। কয়েক দিনের মধ্যেই প্রকাশিত হল মেধাতালিকা।
আরও পড়তে পারেন: মইদুল ইসলাম মিদ্যা মৃত্যু: রাজ্য জুড়ে থানা ঘেরাও বামেদের
শিক্ষা ও কেরিয়ার
দশম উত্তীর্ণ যুবকদের জন্য সুবর্ণ সুযোগ, নেহরু যুব কেন্দ্র সংগঠনে ১৩ হাজারেরও বেশি নিয়োগ
এনওয়াইকেএস রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পড়ার জন্য এখানে ক্লিক করুন…

নয়াদিল্লি: নেহরু যুব কেন্দ্র সংগঠনের শূন্যপদগুলির জন্য স্বেচ্ছাসেবীদের নিয়োগ করেছে। এই নিয়োগটি ২০২১-২২ অর্থবছরের জন্য করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা https://nyks.nic.in/ ওয়েবসাইটে যান এবং আবেদন করার আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ুন। বিজ্ঞপ্তির একটি লিঙ্ক নীচে দেওয়া হয়েছে।
এনওয়াইকেএস রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ২০২১ (NYKS Recruitment Notification 2021) পড়ার জন্য এখানে ক্লিক করুন: এনওয়াইভিএস বিজ্ঞপ্তি
কত পদে নিয়োগ করা হবে
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৩২০৬টি পদে নিয়োগ করা হবে। এই পদগুলিতে দশম পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। যোগ্য যুবকদের সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং প্রশিক্ষণ দেওয়ার জন্য এক বছরের মেয়াদে নিয়োগ করা হবে। এই সময়ে যুবকদের প্রতি মাসে ৫,০০০ টাকার স্টাইপেন্ড দেওয়া হবে। এই পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীর ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ ২৯ বছর হতে হবে।
আবেদনের জন্য গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি ইস্যুর তারিখ: ৫ ফেব্রুয়ারি
আবেদনের শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি
ফলাফলের তারিখ: ১৫ মার্চ, ২০২১
আরও তথ্যের জন্য বিজ্ঞপ্তি পড়ুন।
কাজ এবং মেয়াদ
নির্বাচিত যুবকদের ১ এপ্রিল ২০২১ থেকে ৩১ মার্চ ২০২২ পর্যান্ত দায়িত্বে রাখা হবে। যুবকদের কাজ ইয়ুথ ক্লাব এবং উন্নয়ন বিভাগের মধ্যে সমন্বয়ক হিসাবে কাজ করা হবে। স্বেচ্ছাসেবীদের কাজ হবে নিজের ব্লকের যুবকদের একটি প্রোফাইল তৈরি। আরও তথ্যের জন্য বিজ্ঞপ্তি পড়ুন।
আরও পড়তে পারেন: স্বামীর বেতন বাড়লে স্ত্রীও বাড়তি খোরপোশের দাবিদার: হাইকোর্ট
-
প্রযুক্তি14 hours ago
রান্নার গ্যাসের ভরতুকির টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কি না, কী ভাবে দেখবেন
-
প্রযুক্তি2 days ago
এ ভাবেই তৈরি করুন সদ্যোজাত শিশুর আধার কার্ড, জানুন কী কী লাগবে
-
বিনোদন3 days ago
পর্ন ‘লাইভ স্ট্রিমিং’ থেকে আয় কোটি টাকা, অ্যাপের মাধ্যমে চিত্রনাট্য-সহ পরিবেশিত হচ্ছে অশ্লীলতা
-
রাজ্য2 days ago
দেড় ঘণ্টা পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ছাড়লেন সিবিআই আধিকারিকরা