তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস বিভিন্ন বিভাগের স্নাতকদের নিয়োগ করবে। বিজনেস প্রসেসিং সার্ভিসেস বিভাগের ট্রেনি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে। ২০২৫ সালের স্নাতকরা চাকরির আবেদনের যোগ্য।
টিসিএসের ‘টিসিএস বিপিএস হায়ারিং’ স্কিমে নিয়োগ করা হবে। পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।
কারা আবেদন করতে পারবেন
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালে বিএ, বিকম, বিএএফ, বিবিআই, বিবিএ, বিবিএম, বিএমএস ক্যাটাগরির স্নাতকরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮-২৮ বছরের মধ্যে।
২৫ জানুয়ারির মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে – https://www.tcs.com/careers/india/tcs-bcs-hiring-batch-2025। পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা হবে।