ফেব্রুয়ারিতে শুরু চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা৷ এর পরই মার্চে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ ৩ মার্চ থেকে শুরু হয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত৷ পুরনো পদ্ধতিতে এ বারই শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে ৭ ফেব্রুয়ারি। বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা ঘোষণা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের জেলাভিত্তিক বিভিন্ন আঞ্চলিক অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন স্কুলের প্রতিনিধিরা৷ সকাল সাড়ে ১০টা থেকে এই অ্যাডমিট কার্ড দেওয়ার কাজ শুরু হবে৷ এর পর স্কুল থেকে নিজেদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা৷
এ বছর শেষ বারের মতো পুরনো পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে৷ কারণ আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি অনুযায়ী হবে৷ এই পদ্ধতিতে ৬ মাস অন্তর পরীক্ষা হবে৷ এই পদ্ধতিতে প্রশ্নপত্রেও বদল থাকছে৷ এমসিকিউ-প্রশ্নের ওপর জোর দেওয়া হচ্ছে এই পদ্ধতিতে। যে সব পরীক্ষার্থী ২০২৪ সালে মাধ্যমিক পাশ করেছিলেন তাঁরা প্রথম বারের মতো ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সেমিস্টার সিস্টেমের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন।
৩ মার্চ থেকে শুরু হয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত৷ ৩ ঘণ্টা ধরে চলা এই পরীক্ষা সকাল ১০ টা থেকে শুরু হয়ে চলবে বেলা ১টা পর্যন্ত ৷ কিন্তু হেলথ অ্যান্ড ফিজ়িক্যাল এডুকেশন, ভিস্যুয়াল আর্টস, মিউজ়িক এবং বৃত্তিমূলক বিষয়ের ক্ষেত্রে পরীক্ষার সময় দু’ঘণ্টা৷