হুগলির চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। হুগলিতে স্বাস্থ্য দফতর ন্যাশনাল হেলথ মিশন, ন্যাশনাল আরবান হেলথ মিশন ও আয়ূষ প্রকল্পে ৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে। স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে। ২৪ আগস্টের মধ্যে সরাসরি ডিপার্টমেন্টের ওয়েবসাইট “hr.wbhealth.gov.in” মারফত অনলাইনে আবেদন করতে হবে। জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের ১০০ টাকা ও সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের জন্য ৫০ টাকা আবেদন মূল্য জমা দিতে হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আরামবাগের পিসি সেন এমসিএইচে মনোবিশারদ পদে শূন্যপদ একটি। বিভিন্ন বড়ো বড়ো হাসপাতালে RMNCH +A Counsellor পদে শূন্যপদ ৩টি। ডিসট্রিক্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার পদে শূন্যপদ একটি করে। মোট শূন্যপদ ৬টি। আয়ূষ ডাক্তার পদে শূন্যপদ ৫টি। মাল্টিপার্পস ওয়ার্কার পদে শূন্যপদ ৫টি। স্কুলে আর্য়ূবিদ্যা প্রোগ্রামের অধীনে আয়ূষ ডাক্তার ও মাল্টিপার্পস ওয়ার্কার পদে শূন্যপদ একটি করে।
মনোবিশারদের শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
কাউন্সেলর পদে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে থেকে সোশ্যাল সায়েন্সে স্নাতকোত্তর হতে হবে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।
ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ম্যানেজমেন্ট বা হেলথ অ্যাডমিনিস্ট্রেশনে এমবিএ বা পিজি ডিপ্লোমা। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।
মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার পদে আবেদনের জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিকম হতে হবে। বিকম (অনার্স)/সিএ/সিএমএ/সিএস (ইন্টার) হলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।
আয়ূষ ডাক্তার পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আর্য়ূবেদ বা হোমিওপ্যাথিতে স্নাতক। বয়স হতে হবে ২১-৫০ বছরের মধ্যে।
আরও পড়ুন:
রাজ্য পুলিশে বিভিন্ন শূন্যপদে প্রযুক্তিবিদ নিয়োগ, কীভাবে করবেন আবেদন
মাল্টিপার্পস ওয়ার্কার পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক আর কম্পিউটারে এক বছরের ডিপ্লোমা হতে হবে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।
স্কুলে আর্য়ূবিদ্যা প্রোগ্রামে আয়ূষ ডাক্তার পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আর্য়ূবেদে স্নাতক।
মাল্টিপার্পস ওয়ার্কার পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক আর কম্পিউটারে এক বছরের ডিপ্লোমা হতে হবে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।