Homeশিক্ষা ও কেরিয়ারহুগলিতে স্বাস্থ্য দফতরে প্রচুর নিয়োগ, কীভাবে করবেন আবেদন

হুগলিতে স্বাস্থ্য দফতরে প্রচুর নিয়োগ, কীভাবে করবেন আবেদন

প্রকাশিত

হুগলির চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। হুগলিতে স্বাস্থ্য দফতর ন্যাশনাল হেলথ মিশন, ন্যাশনাল আরবান হেলথ মিশন ও আয়ূষ প্রকল্পে ৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে। স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে। ২৪ আগস্টের মধ্যে সরাসরি ডিপার্টমেন্টের ওয়েবসাইট “hr.wbhealth.gov.in” মারফত অনলাইনে আবেদন করতে হবে। জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের ১০০ টাকা ও সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের জন্য ৫০ টাকা আবেদন মূল্য জমা দিতে হবে। 

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আরামবাগের পিসি সেন এমসিএইচে মনোবিশারদ পদে শূন্যপদ একটি। বিভিন্ন বড়ো বড়ো হাসপাতালে RMNCH +A Counsellor পদে শূন্যপদ ৩টি। ডিসট্রিক্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার পদে শূন্যপদ একটি করে। মোট শূন্যপদ ৬টি। আয়ূষ ডাক্তার পদে শূন্যপদ ৫টি। মাল্টিপার্পস ওয়ার্কার পদে শূন্যপদ ৫টি। স্কুলে আর্য়ূবিদ্যা প্রোগ্রামের অধীনে আয়ূষ ডাক্তার ও মাল্টিপার্পস ওয়ার্কার পদে শূন্যপদ একটি করে। 

মনোবিশারদের শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। 

কাউন্সেলর পদে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে থেকে সোশ্যাল সায়েন্সে স্নাতকোত্তর হতে হবে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। 

 ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ম্যানেজমেন্ট বা হেলথ অ্যাডমিনিস্ট্রেশনে এমবিএ বা পিজি ডিপ্লোমা। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। 

মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার পদে আবেদনের জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিকম হতে হবে। বিকম (অনার্স)/সিএ/সিএমএ/সিএস (ইন্টার) হলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। 

আয়ূষ ডাক্তার পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আর্য়ূবেদ বা হোমিওপ্যাথিতে স্নাতক। বয়স হতে হবে ২১-৫০ বছরের মধ্যে। 

আরও পড়ুন:

রাজ্য পুলিশে বিভিন্ন শূন্যপদে প্রযুক্তিবিদ নিয়োগ, কীভাবে করবেন আবেদন

মাল্টিপার্পস ওয়ার্কার পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক আর কম্পিউটারে এক বছরের ডিপ্লোমা হতে হবে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। 

স্কুলে আর্য়ূবিদ্যা প্রোগ্রামে আয়ূষ ডাক্তার পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আর্য়ূবেদে স্নাতক। 

মাল্টিপার্পস ওয়ার্কার পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক আর কম্পিউটারে এক বছরের ডিপ্লোমা হতে হবে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

আরও পড়ুন

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।