পুজোর শুরুতে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য পুলিশে ৫৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার, ডেটা এন্ট্রি অপারেটর, সিক্যুরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ও সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদে নিয়োগ করা হবে।
ডেটা এন্ট্রি অপারেটর পদে শূন্যপদ ১১, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পদে শূন্যপদ ২৫, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে শূন্যপদ ১, সফটওয়্যার ডেভেলপার পদে শূন্যপদ ৭, ডেটা এন্ট্রি অপারেটর পদে শূন্যপদ ৮, সিক্যুরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর পদে শূন্যপদ ৮ এবং সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদে শূন্যপদ ২টি বলে রাজ্য পুলিশের তরফে চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে। চাকরিপ্রার্থীদের রাজ্য পুলিশের সাইবার অপরাধ শাখায় নিয়োগ করা হবে।
কীভাবে আবেদন
রাজ্য পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in মারফত অনলাইনে আবেদন করতে হবে ১৮ অক্টোবরের মধ্যে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। কোনো আবেদনমূল্য লাগবে না। নিজের পাসপোর্ট সাইজের ছবি, সই, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় কাজের অভিজ্ঞতা সংক্রান্ত নথিপত্র আপলোড করতে হবে।
কীভাবে নিয়োগ
অনলাইনে পরীক্ষা, লিখিত পরীক্ষা, প্র্যাক্টিক্যাল পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউ ও পরীক্ষার সময় বৈধ সচিত্র পরিচয়পত্র ও অনলাইনে আসা কললেটার দেখাতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
চাকরির বিজ্ঞাপনে আরও বলা হয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের জন্য ন্যূনতম স্নাতক ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে শংসাপত্র থাকতে হবে।
সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পদে আবেদনের জন্য কম্পিউটার সায়েন্সে বিএসসি ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা/বিসিএ/ডোয়েক এ লেভেল বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে।
সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে আবেদনের জন্য আবেদনকারীকে বিটেক/বিই/এমসিএ/এমএসসি ডিগ্রি থাকতে হবে। ওইএম এল ২ সার্টিফিকেশন থাকতে হবে সিস্টেম/সার্ভারের ওপর (লিনাক্স বা উইন্ডোজ)।
সফটওয়্যার ডেভেলপার, সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ও সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদে আবেদনের জন্য এমসিএ/এমএসসি-তে (আইটি/কম্পিউটার সায়েন্স) প্রথম শ্রেণির ডিগ্রি, তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্সে বিই/বিটেক ডিগ্রি থাকতে হবে। ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন
ডেটা এন্ট্রি পদে বেতন মিলবে মাসে ১৬ হাজার টাকা। সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল পদে আবেদন মাসে বেতন মিলবে ২১ হাজার টাকা। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে মাসে বেতন মিলবে ২৯ হাজার টাকা। সফটওয়্যার ডেভেলপার পদে মাসে বেতন মিলবে ৩৩ হাজার টাকা। সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর পদে বেতন মিলবে মাসে ৩৭ হাজার টাকা ও সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদে মাসে বেতন মিলবে ৪০ হাজার টাকা।