রেলে চাকরি করার স্বপ্ন অনেকের থাকে। চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পূর্ব রেলে স্পোর্টস কোটায় গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। মোট ৬০টি শূন্যপদ। আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে (RRC/ER:rrcer.org), (rrcrecruit.co.in) ওয়েবসাইট মারফত। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ নভেম্বর থেকে। ১৪ ডিসেম্বর শেষ হবে।
কোথায় কতগুলি শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, গ্রুপ সি, লেভেল ৪/৫ এর শূন্যপদ ৫। গ্রুপ সি, লেভেল ২/৩ এর শূন্যপদ ১৬। গ্রুপ ডি, লেভেল ১ (সপ্তম সিপিসি)-এর শূন্যপদ ৩৯। লেভেল ৪/৫ পদে চাকরির আবেদনের জন্য আবেদনকারীকে যে কোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমতুল্য প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। লেভেল ২/৩ পদে চাকরির আবেদন করতে যে কোনো স্বীকৃত পর্ষদ/ প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। অথবা দশম শ্রেণি পাশ করতে হবে। কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসিপ পাশ করতে হবে। লেভেল ১ পদে চাকরির আবেদন করতে আবেদনকারীকে দশম শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। এনসিভিটি দ্বারা স্বীকৃত আইটিআই কোয়ালিফিকেশন বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট লাগবে।
বয়স ও ক্রীড়াক্ষেত্রে অবদান
চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। স্পোর্টস কোটায় আবেদনের জন্য ক্রীড়াক্ষেত্রে অবদান, পুরস্কার প্রাপ্তি ও কৃতিত্বর পাশাপাশি শারীরিক সক্ষমতা, শিক্ষাগত যোগ্যতা যাচাই করা হবে।
কত আবেদনমূল্য
অফিশিয়াল ওয়েবসাইট থেকে ই-কল লেটার ডাউনলোড করতে হবে। জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের আবেদনমূল্য ৫০০ টাকা। তফশিলি জাতি ও উপজাতি, সংখ্যালঘু, মহিলা ও আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের জন্য আবেদনমূল্য লাগবে ২৫০ টাকা। ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড মারফত অনলাইনে আবেদনমূল্য জমা দিতে হবে।