চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি চাকরিপ্রার্থীদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। এটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীনস্থ প্রতিষ্ঠান। এক বছরের প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ড মিলবে।
ফিটার, টার্নার, মেশিনিস্ট, (গ্রাইন্ডার), কার্পেন্টার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ডিজেল মেকানিক, অ্যাটেন্ড্যান্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট, পেইন্টার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিসট্যান্ট, ফাউন্ড্রিম্যান এবং বুক বাইন্ডারের প্রশিক্ষণ দেওয়া হবে।
সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই পাশ করতে হবে। এর আগে কোথাও অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেওয়া থাকলে আবেদন করবেন না। মেধার ভিত্তিতে চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে এই ওয়েবসাইট www.apprenticeshipindia.gov.in মারফত।