রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ পুলিশে ৩টি শূন্যপদে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার আর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হবে। এক বছরের চুক্তিভিত্তিক চাকরি। ২৩ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে “wbpolice.gov.in”। ওয়েবসাইটে থাকা আবেদনপত্র পূরণ করতে হবে সঠিকভাবে। পাসপোর্ট সাইজের ছবি, সই, আধার কার্ড, শিক্ষা সংক্রান্ত নথিপত্র, কাজের অভিজ্ঞতা সংক্রান্ত নথিপত্র আপলোড করতে হবে। সমস্ত নথিপত্র আপলোড করার পর দেখে নেবেন সঠিক তথ্য জমা করেছেন কিনা। তথ্যপ্রমাণ আপলোড করার পর কনফার্মেশন পেজের প্রিন্ট আউট নিয়ে রাখবেন। সমস্ত নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদনের জন্য কোনো ফি জমা দিতে হবে না।
চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদে মাসে বেতন মিলবে ৪০ হাজার টাকা করে। সফটওয়্যার ডেভেলপার পদে মাসে বেতন মিলবে ৩৩ হাজার টাকা আর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে মাসে বেতন মিলবে ২৯ হাজার টাকা করে। সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদে আবেদনের জন্য আবেদনকারীকে তথ্যপ্রযুক্তি বা কম্পিউটার সায়েন্সে প্রথম শ্রেণিতে এমসিএ/এমএসসি বা তথ্য প্রযুক্তি বা কম্পিউটার সায়েন্সে প্রথম শ্রেণিতে বিই/বিটেক হতে হবে। ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
WB SET 2024: রাজ্যে সহকারী অধ্যাপক নিয়োগের জন্য সেট পরীক্ষা ১৫ ডিসেম্বর, অনলাইনে আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
সফটওয়্যার ডেভেলপার পদে আবেদনের জন্য তথ্য প্রযুক্তি বা কম্পিউটার সায়েন্সে প্রথম শ্রেণিতে এমসিএ/এমএসসি/বিই/বিটেক হতে হবে। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে আবেদনের জন্য বিটেক/বিই/এমসিএ/এমএসসি হতে হবে। সিস্টেম বা সার্ভার লিনাক্স বা উইন্ডোজে ওইএম এল২ শংসাপত্র থাকতে হবে। অনলাইন পরীক্ষা, লিখিত পরীক্ষা, প্র্যাক্টিকাল পরীক্ষা আর ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।