ডব্লিউবিএসএসসি-এর ক্লার্ক ও গ্রুপ ডি পরীক্ষা

0

avijit-editedঅভিজিত ব্যানার্জি

‘ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন’ (ডব্লিউবিএসএসসি)-এর মাধ্যমে রাজ্যের স্কুলগুলিতে ক্লার্ক ও গ্রুপ ডি কর্মচারী নিয়োগের দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। এক জন প্রার্থী দু’টি পদেই পরীক্ষা দিতে পারবে। এক জেলার প্রার্থী অন্য জেলার জন্য আবেদন জমা দিতে পারবে। ডব্লিউবিএসএসসি জানিয়েছে, পরীক্ষা দু’টি আলাদা দিনে হবে। অতএব পরীক্ষা দেওয়া নিয়ে অসুবিধা নেই। এক এক জেলায় শূন্য পদের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হবে। কোথায় কত প্রার্থিপদ রয়েছে তা জেনে সেই ভাবে তোমাকে অ্যাপলিকেশন করতে হবে। জেনে রাখা ভালো, যে হেতু বিজ্ঞাপনে বলেছে তোমরা অন্য জেলায় প্রার্থিপদে বসতে পারবে, তা হলে প্রস্তুতিটা তোমাকে ভালো করে নিতে হবে। যে জেলায় বেশি প্রার্থিপদ আছে সেই জেলাতে পরীক্ষার্থীর সংখ্যাও বেশি হতে পারে। এ ক্ষেত্রে সুবিধা-অসুবিধা আগাম বোঝা যায় না। তোমাকে পরীক্ষার জন্য তৈরি থাকতে হবে বা তৈরি হতে হবে। কারণ যত দিন যাচ্ছে প্রতিযোগিতা তত বাড়ছে। সবাই এখন চাকরির পরীক্ষার কোচিং নেয়। চাকরির পরীক্ষার উপযোগী হিসাবে তৈরি হয়। আর তথ্য (ইনফরমেশন) পাওয়া আগের মতো এখন আর অতটা কঠিন নয়।

কোন জেলায় কত শূন্য পদ তোমরা ওয়েবসাইট থেকে দেখে নেবে। অথবা বাজারে অনেক পত্রিকাতেই এই সব তথ্য পাওয়া যাবে।

এ বার আসা যাক পরীক্ষাপদ্ধতিতে।  পরীক্ষায় প্রশ্ন হয় মাল্টিপল চয়েস ধরনের। প্রত্যেক প্রশ্নের মান থাকবে ১ নম্বর করে। ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা (অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন) -এর ওপর থাকবে ১০ নম্বর। পার্সোনালিটি টেস্টের জন্য ৫ এবং কম্পিউটার টাইপিং টেস্টের জন্য ২৫ নম্বর রাখা হবে। টাইপিং টেস্টে ২০ শব্দ টাইপ করতে কত সময় লাগছে সেটাই দেখা হবে।

‘গ্রুপ ডি’ পদের ক্ষেত্রে থাকবে ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা ও ৫ নম্বরের পার্সোনালিটি টেস্ট।

ক্লার্ক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ।

গ্রুপ ডি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা –  অষ্টম  শ্রেণি পাশ।

ক্লার্ক পদের পাঠক্রম – জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যারিথমেটিক।

গ্রুপ ডি পদের পাঠক্রম – জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যারিথমেটিক।

পরীক্ষার বিস্তারিত আলোচনা পরের লেখায়।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন

1 COMMENT