খবর অনলাইন ডেস্ক: আইসিএসই (ICSE)-র দশম এবং আইএসসি (ISC)-র দ্বাদশ শ্রেণির ফলাফল শনিবার ঘোষণা করেছে সিআইএসসিই (CISCE)। পরীক্ষার্থীরা কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট cisce.org এবং results.cisce.org থেকে ফলাফল দেখে নিতে পারছেন।
করোনা মহামারির কারণে এ বছর সিআইএসসিই-র দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা বাতিল হয়ে যায়। তার পরই মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশের সিদ্ধান্ত নেয় কাউন্সিল। সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছিল, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ফলপ্রকাশ করতে হবে, সেই নির্দেশ মতোই ২৪ জুলাই ফল করল কাউন্সিল।
এ বারের আইসিএসই পরীক্ষায় পাসের হার ৯৯.৯৮ শতাংশ। আইএসসি পরীক্ষাতেও প্রায় সবাই পাস। আইএসসি পরীক্ষায় পাসের হার ৯৯.৭৬ শতাংশ।
অনলাইনে কী ভাবে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফলাফল দেখবেন
১. প্রথমেই যেতে হবে cisce.org এবং results.cisce.org ওয়েবসাইটে।
২. কোর্স, পরীক্ষার্থীর ইউআইডি, ইনডেক্স নম্বর এবং ক্যাপচা দিতে হবে।
৩. Show Result বোতামে ক্লিক করতে হবে।
৪. ফলাফল দেখা যাবে, Print Result বোতামে ক্লিক করলে সেটির প্রিন্ট নেওয়া যাবে।
ফলাফল দেখা যাবে এসএমএসে
দশম শ্রেণির ফলাফল দেখার জন্য এসএমএস পাঠাতে হবে 09248082883 নম্বরে। লিখতে হবে ICSE<স্পেস><ইউনিক আইডি>
দ্বাদশ শ্রেণির ফলাফল দেখার জন্য 09248082883 নম্বরে এসএমএস পাঠাতে হবে। লিখতে হবে ISC<স্পেস><ইউনিক আইডি>
আরও পড়তে পারেন: দেশের কোন রাজ্যে স্কুল কবে খুলবে?
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।