কলকাতা: নির্ধারিত সূচি মেনেই সোমবার শুরু হচ্ছে ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (ICSE) বা দশম শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষা।
ইংরাজি পেপার দিয়ে শুরু হচ্ছে পরীক্ষা। সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা চলবে।
কয়েকটি নিয়ম
*সকাল ১০.৪৫টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে নিজের আসনে বসতে হবে। কারণ, প্রশ্নপত্র বিতরণ করা হবে সকাল ১০.৫০টায়
*উত্তরপত্রের উপরের শিটে দেওয়া নির্দিষ্ট জায়গায় নিজের নাম লিখতে হবে। নির্দিষ্ট তথ্য ছাড়া এখানে অন্য কিছু লেখা উচিত নয়
*ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর, ইনডেক্স নম্বর এবং বিষয় লিখতে হবে স্ট্যান্ডার্ড উত্তর পুস্তিকার উপরের শিটে
- *প্রশ্নপত্রে উল্লিখিত সংখ্যক প্রশ্নের উত্তর দিতে হবে
*উত্তর পুস্তিকাটিতে সমস্ত এন্ট্রি শুধুমাত্র কালো বা নীল বলপয়েন্ট কলম দিয়ে করতে হবে
*উত্তর পুস্তিকাটির প্রতিটি পাতার উভয় পাশে লিখতে হবে এবং ডানদিকে এবং বাম দিকের উভয় প্রান্তে একটি মার্জিন রাখতে হবে
*একটি প্রশ্নের প্রতিটি পৃথক অংশের উত্তর একটি পৃথক লাইনে শুরু করা উচিত
*কোনো ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার অনুমোদিত নয়।
কোভিড-১৯ নির্দেশিকা
*স্কুলের প্রবেশপথ থেকেই শারীরিক দূরত্ব মেনে চলতে হবে
*পরীক্ষাকেন্দ্রে ঢোকা অথবা বেরনোর সময় সারিবদ্ধ ভাবে চলতে হবে, ভিড়ভাট্টা করা যাবে না
*মাস্ক এবং নিজের জন্য হ্যান্ড স্যানিটাইজার রাখতে সঙ্গে নিতে হবে
*নিজের নিজের লেখার সরঞ্জাম থাকবে, অন্যের সঙ্গে শেয়ার করা এড়াতে হবে।
আরও পড়তে পারেন:
প্রকাশিত রাজ্য জয়েন্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড, জানুন কী ভাবে ডাউনলোড করবেন
দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ফিরল পুরনো নিয়ম, নতুন পাঠ্যক্রম প্রকাশ করল সিবিএসই
প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য টার্ম-২ পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল সিবিএসই
কেন্দ্রীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পদ শূন্য হওয়ার আগেই শিক্ষক নিয়োগ, নয়া পরিকল্পনা মন্ত্রকের
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।