চাকরি খুঁজছেন, খেলাধুলোয় দক্ষ? এমন চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় সেনাবাহিনী দক্ষ খেলোয়াড়দের নিয়োগ করবে। হাবিলদার ও নায়েব সুবেদার পদে নিয়োগ করা হবে। শুধু পুরুষ চাকরিপ্রার্থীরা আবেদনের যোগ্য। ৩ বছরের প্রবেশনারি পিরিয়ড।
প্রার্থীদের যোগ্যতা ও বাছাই
অ্যাথলেটিক্স, আর্চারি, বাস্কেটবল, বক্সিং, ডাইভিং, ফুটবল, ফেন্সিং, জিমনাস্টিক্স, হকি, হ্যান্ডবল, জুডো, কায়াকিং অ্যান্ড ক্যানোয়িং, কবাডি, সুইমিং, সেইলিং, শ্যুটিং, ট্রায়াথলন, ভলিবল, উশু, ভারোত্তোলন, রেসলিং, রোয়িং ও উইন্টার গেমস প্রভৃতি বিভাগ থেকে খেলোয়াড় নিয়োগ করা হবে। মাধ্যমিক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
হাবিলদার পদের জন্য একক ভাবে জুনিয়র বা সিনিয়র লেভেলে আন্তর্জাতিক স্তরে দেশের অথবা জাতীয় প্রতিযোগিতায় রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করতে হবে অথবা পদক পেতে হবে। খেলো ইন্ডিয়া গেমস বা খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ও খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে পদক জিততে হবে।
নায়েব সুবেদার পদে আবেদনের জন্য একক ভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা এশিয়ান চ্যাম্পিয়নশিপ বা এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমস বা ওয়ার্ল্ড কাপে পদক জিততে হবে। এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমস বা ওয়ার্ল্ড কাপে কমপক্ষে ২ বার দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে হবে। অথবা অলিম্পিক্সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে হবে। ২০২২ সালের ১ অক্টোবরের আগে প্রতিযোগিতায় যোগ দিলে আবেদন করবেন না। শারীরিক মাপজোক, স্কিল টেস্ট ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।
কী ভাবে আবেদন
www.joinindianarmy.nic.in ওয়েবসাইট মারফত অনলাইনে আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগে পাঠান ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই ঠিকানায়— Directorate of PT & Sports, General Staff Branch, IHQ of MoD (Army), Room No. 747, A Wing, Sena Bhawan, P.O New Delhi-110011।