শিক্ষা ও কেরিয়ার
ইন্ডিয়ান কোস্ট গার্ডে বিভিন্ন পদে ৩৫৮ প্রার্থী নেবে

খবর অনলাইন ডেস্ক : প্রতিরক্ষা মন্ত্রক ইন্ডিয়ান কোস্ট গার্ডে বিভিন্ন পদে প্রার্থী নেবে। আবেদন করতে হবে অনলাইনে।
পদের নাম –
নাবিক (জেনারেল ডিউটি), নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ), যান্ত্রিক
মোট শূন্যপদ –
৩৫৮
চাকরিক্ষেত্র –
সারা ভারত
চাকরির ধরন –
সরকারি চাকরি
শিক্ষাগত যোগ্যতা –
নাবিক (জেনারেল ডিউটি) – কাউন্সিল অফ বোর্ডস ফর স্কুল এডুকেশন স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড থেকে গণিত এবং পদার্থবিজ্ঞান নিয়ে ১০ + ২ পাস।
নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) – কাউন্সিল অফ বোর্ডস ফর স্কুল এডুকেশন স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড থেকে দশম শ্রেণি পাস।
যান্ত্রিক – দশম শ্রেণি পাস এবং বৈদ্যুতিক / মেকানিক্যাল / ইলেকট্রনিক্স এবং টেলিযোগাযোগ (রেডিও / পাওয়ার) ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।
বয়সসীমা –
১৮ থেকে ২০ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে।
আবেদনের পদ্ধতি –
অনলাইন
নিয়োগ পদ্ধতি –
লিখিত পরীক্ষা ও শারীরিক সুস্থতা পরীক্ষা।
আবেদন শুরু –
৫ জানুয়ারি ২০২১
আবেদনের শেষ –
তারিখ ১৯ জানুয়ারি ২০২১
বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
আবেদন করতে ক্লিক করুন এখানে
আরও – টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা সংসদ
শিক্ষা ও কেরিয়ার
চাকরিজীবীরা মাসিক বেতনের বাইরে কী ভাবে বাড়তি উপার্জন করবেন
মাস মাইনের বাইরেও বাড়তি উপার্জনের বেশ কয়েকটি উপায় রয়েছে। তুলে ধরা হল তেমনই কয়েকটি বিকল্প।

খবর অনলাইন ডেস্ক: মাসিক বেতনের বাইরে বাড়তি টাকা হাতে এলে মন্দ হয় না। সেই টাকায় বেড়াতে যাওয়া বা শখের জিনিস কেনার চাহিদা মিটতে পারে। আপনি যদি চাকরিজীবী হন, তা হলে মাস মাইনের বাইরেও বাড়তি উপার্জনের বেশ কয়েকটি উপায় রয়েছে। তুলে ধরা হল তেমনই কয়েকটি বিকল্প।
স্টক মার্কেটে বিনিয়োগ
শেয়ার বাজারে বিনিয়োগে ঝুঁকি রয়েছে। তবে যদি সঠিক পদ্ধতিতে বিনিয়োগ করা যায়, তা হলে লক্ষ্মীলাভ হতে পারে। এমন উদাহরণও হাতের কাছে চাইলেই মিলে যায়।
তবে শেয়ার মার্কেট বিশেষজ্ঞরা বলে থাকেন, মেয়াদি বিনিয়োগেই মনোনিবেশ করা উচিত। শেয়ার বাজার দীর্ঘ সময় ধরে ধারাবাহিক রিটার্ন দিয়ে থাকে। কিছুটা খোঁজখবর এবং বাকিটা বুদ্ধিমত্তার সঙ্গেই শেয়ার বাজারে বিনিয়োগ করা উচিত।
ফ্রিল্যান্সিং
কিছু অতিরিক্ত টাকা উপার্জনের সবচেয়ে জনপ্রিয় বিকল্পগুলির মধ্যে একটি হল ফ্রিল্যান্সার হওয়া। এটা এখন বেশ সহজ একটি পদ্ধতি। বেশ কিছু ওয়েবসাইট এবং অ্যাপ ফ্রিল্যান্সারদের খোঁজ করে থাকে।
নির্দিষ্ট কোনো বাঁধাধরা সময়ের প্রয়োজন নেই। আবার অফিসে গিয়ে কাজ করার দরকারও নেই। এর জন্য দরকার দক্ষতা। নিজের দক্ষতার ব্যবহার করে খুব সহজেই কিছু বাড়তি উপার্জন করা যেতে পারে।
ই-কমার্স
শেষ ১৫ বছর ধরে ভারতে ই-কমার্স বেশ রমরমিয়ে চলছে। এটা ছোটো বিক্রেতাকে তৃতীয় পক্ষের ওয়েবসাইটগুলির মাধ্যমে বড়ো আয়ের সুযোগ করে দিচ্ছে। যদি কারও মনে ব্যবসার সদিচ্ছা থাকে, তা হলে ই-কমার্সে ঝাঁপিয়ে পড়তে পারেন। এখানে সুযোগ প্রচুর এবং যদি ব্যবসাটা ধরে ফেলা সম্ভব হয়, তা বলে বড়োসড়ো আয়ের রাস্তা খুলে যেতে পারে।
ব্লগিং
ইন্টারনেটে নিজের মতামত তুলে ধরার পাশাপাশি এত সহজ আয়ের রাস্তা আর দ্বিতীয়টি নেই। খুব বেশি সরঞ্জামেরও দরকার পড়ে না। নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে থেকেই ব্লগে লেখা যায়। এখন ফ্রি ডেটার যুগ। ফলে ব্লগিং করেও বাড়তি আয় করা যেতে পারে।
আরও পড়তে পারেন: ৯১ হাজার ফ্রেশার নিয়োগ করতে পারে বৃহত্তম চার তথ্যপ্রযুক্তি সংস্থা
শিক্ষা ও কেরিয়ার
৯১ হাজার ফ্রেশার নিয়োগ করতে পারে বৃহত্তম চার তথ্যপ্রযুক্তি সংস্থা
চাহিদার সঙ্গে বাড়তে পারে সুযোগও!

বেঙ্গালুরু: করোনাভাইরাস অতিমারি এবং লকডাউনের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরছে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। সংশ্লিষ্ট মহলের মতে, ২০২১-২২ অর্থবর্ষে প্রায় ৯১ হাজার নতুন কর্মী নিয়োগ করতে পারে টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেকনোলজিস এবং উইপ্রোর মতো বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি।
চলতি আর্থিক বছরে ক্যাম্পাস থেকে নিয়োগে বড়োসড়ো প্রভাব ফেলেছে করোনা অতিমারি। যে কারণে চাহিদা বেড়েছে। সব মিলিয়ে আগের বছরের তুলনায় এ বার সরাসরি ক্যাম্পাস থেকে নিয়োগের সংখ্যাও অনেকটা বাড়তে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। কারণ, এ ধরনের অধিকাংশ প্রতিষ্ঠানই ফ্রেশারদের সুযোগ দেয়।
টিএসএস (TCS)-এর এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিলিন্দ লক্কড় সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান, সংস্থা এ বছরের মতো সামনের বছরেও একই সংখ্যক (প্রায় ৪০ হাজার) ফ্রেশার নিয়োগ করতে পারে।
ইনফোসিস (Infosys) জানিয়েছে, আগামী অর্থবর্ষে কলেজ থেকে স্নাতক পর্যায়ের ২৪ হাজার কর্মী নিয়োগ করা হতে পারে। যা চলতি বছরের থেকে প্রায় ১৫ হাজার বেশি।
এইচসিএল টেকনোলজিসের (HCL Technologies) মানবসম্পদ আধিকারিক আপ্পারাও ভিভি বলেছেন, একাধিক কারণে আগামী অর্থবর্ষে ফ্রেশার নিয়োগ বাড়তে পারে। সংস্থার পরিকল্পনা রয়েছে, ভারতে প্রায় ১৫ হাজার ফ্রেশার নিয়োগের। আবার অন-সাইটে দেড়-দু’হাজার কর্মী নিয়োগের চিন্তাভাবনাও রয়েছে।
অন্যদিকে উইপ্রো (Wipro) প্রত্যাশা করছে, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে (IT sector) আগামী কয়েক মাসের মধ্যে ‘প্রতিভা অন্বেষণের যুদ্ধ’-এর সূচনা হতে পারে। কারণ কয়েক মাসের বিরতির পর সংস্থাগুলি শেষ দু’টি ত্রৈমাসিকে কর্মী নিয়োগের পদক্ষেপ গ্রহণ করেছে। সংস্থার মানবসম্পদ আধিকারিক সৌরভ গোভিল জানান, পুরোটাই নির্ভর করছে চাহিদার উপর। শেষ কয়েক মাসে তাঁরা যে ভাবে নিয়োগ করছেন, তাতে আরও চাহিদা এবং সুযোগ বৃদ্ধিরই কথা।
আরও পড়তে পারেন: ডেটা এন্ট্রি অপারেটর চাইছে কলকাতা হাইকোর্ট, আবেদন জানাবেন কী ভাবে
শিক্ষা ও কেরিয়ার
ডেটা এন্ট্রি অপারেটর চাইছে কলকাতা হাইকোর্ট, আবেদন জানাবেন কী ভাবে

খবর অনলাইন ডেস্ক : কলকাতা হাইকোর্টে ডেটা এন্ট্রি অপারেটর পদে ১৫৩ জন প্রার্থী নেবে। অনলাইন আবেদন জানাতে হবে।
১। পদের নাম –
ডেটা এন্ট্রি অপারেটর
২। শূন্যপদ –
১৫৩
৩। শিক্ষাগত যোগ্যতা –
মাধ্যমিক বা সমতুল পাস এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা স্বীকৃত সংস্থা থেকে। সঙ্গে প্রতিঘণ্টায় টাইপিং স্পিড হতে হবে আট হাজার বা তার বেশি।
৪। বয়সসীমা –
০১/০১/২০২১ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
৫। বেতনক্রম –
২২৭০০ টাকা থেকে ৫৮৫০০ টাকা
৬। পরীক্ষার ফি –
ডেটা এন্ট্রি অপারেটর পদে পরীক্ষার খরচ ৮০০ টাকা। পশ্চিমবঙ্গের তপসিলি জাতি, উপজাতিদের জন্য ৪০০ টাকা।
৭। আবেদনের পদ্ধতি –
কেবল কলকাতায় হাইকোর্টের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে।
৮। ওয়েবসাইটটি হল –
৯। গুরুত্বপূর্ণ তারিখ –
অনলাইন আবেদনের শুরু করার তারিখ ১১/০১/২০২১
অনলাইন আবেদনের শেষের তারিখ ২৭/০১/২০২১
১০। বিজ্ঞপ্তিটি বিস্তারিত জানতে –
এখানে ক্লিক করুন।
১১। আবেদনের জন্য –
এখানে ক্লিক করুন।
আরও – ভারতীয় সেনা এনসিসির স্পেশাল এন্ট্রি স্কিম ৪৯তম কোর্সের জন্য আবেদন চাইছে
-
শরীরস্বাস্থ্য3 days ago
থাইরয়েড ধরা পড়েছে? এই খাবারগুলি সম্পর্কে সচেতন হন
-
রাজ্য2 days ago
তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়, প্রিয়া সেনগুপ্ত
-
ফুটবল2 days ago
বিমান দুর্ঘটনায় মৃত্যু ব্রাজিলের ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট ও চার ফুটবলারের
-
প্রযুক্তি3 days ago
৪২ শতাংশ কিশোরী দিনে এক ঘণ্টারও কম সময় মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পায়: সমীক্ষা