ওয়েবডেস্ক: সরকারি অনুমোদনের অপেক্ষায় ইন্টিগ্রেটেড বিএড কোর্স। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের তরফে জানানো হয়েছে, নতুন পাঠ্যক্রমের যাবতীয় রূপরেখা তৈরির কাজ শেষ। এ বার তা সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এতদিন নিয়ম ছিল স্নাতক স্তরে তিন বছরের কোর্স সম্পূর্ণ করার পরে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে বিএডে ভর্তি হওয়ার। কিন্তু এ বার থেকে নতুন নিয়মানুযায়ী মাত্র চার বছরের ইন্টিগ্রেটেড কোর্সের মাধ্যমেই বিএড করা যাবে। এ ক্ষেত্রে বিএড বিশ্ববিদ্যালয়ের এই কোর্সের ফলে এক বছর সময় কম লাগবে। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটিই থেকে রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়কে নতুন কোর্সের অনুমোদন দেওয়ার পরই এই পাঠ্যক্রম রচনার কাজ শুরু হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের তরফে আশাপ্রকাশ করে বলা হয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকেই এই ইন্টিগ্রেটেড বিএড কোর্স চালু হয়ে যাবে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে ৪১৬টি কলেজ। তবে ঠিক কবে থেকে এই নতুন পাঠক্রম চালু হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে সরকারি অনুমোদনের পরেই।