চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিসট্যান্ট পদে এক বছরের জন্য অ্যাপ্রেনটিস বা শিক্ষানবিশ নিয়োগ করবে। ১২টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা, বয়স
আবেদনকারীকে ন্যূনতম ৫০% নম্বর নিয়ে মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিসট্যান্ট পদে আইটিআই শংসাপত্র থাকতে হবে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, বয়স হতে হবে ১৫-২৫ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি, ওবিসি, প্রাক্তন সেনাকর্মী আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ছাড় মিলবে। মেধার ভিত্তিতে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে না।
কী ভাবে আবেদন করবেন
২২ নভেম্বরের মধ্যে শুধু অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট (www.apprenticeshipindia.gov.in) মারফত। আগে পোর্টালে নিজের নামে অ্যাকাউন্ট খুলতে হবে। তার পর আবেদন করা যাবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, আইটিআই শংসাপত্র, সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি, নিজের সই স্ক্যান করে আপলোড করতে হবে।