খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার জয়েন্ট এন্ট্রাস অ্যাডভান্সড ২০২১ পরীক্ষার দিন ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশঙ্ক। তিনি জানিয়েছেন, আইআইটিতে ভরতির জন্য আগামী ৩ জুলাই জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা নেওয়া হবে।
আইআইটি খড়গপুর এই পরীক্ষাটি পরিচালনা করবে। এ ছাড়াও জানানো হয়, যোগ্যতা যাচাইয়ের জন্য ৭৫ শতাংশ মানদণ্ড বাদ দেওয়া হয়েছে।
করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের জয়েন্ট এন্ট্রাস মেইন ২০২০-র যে সমস্ত সফল পরীক্ষার্থী দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় বসতে পারেননি, তাঁদের আর নতুন করে মেইন পরীক্ষায় বসতে হবে না। অর্থাৎ, তাঁরা সরাসরি অ্যাডভান্সড-এ বসার জন্য আবেদন করার সুযোগ পাবেন। ফলস্বরূপ, চূড়ান্ত পর্যায়ে প্রার্থীদের সংখ্যা পরীক্ষা বাড়তে চলেছে।
যোগ্যতার মানদণ্ড ৭৫ শতাংশ শিথিল করার জন্য অনেকেই ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। পাশাপাশি মেডিক্যালে প্রবেশিকা পরীক্ষার সমসসূচির ব্যাপারেও অনেকে জানতে চেয়েছেন।
আরও পড়তে পারেন: জয়েন্ট এন্ট্রাস (মেইন), ২০২১-এর রেজিস্ট্রেশন শুরু, চার বার পরীক্ষা
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।