ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আনুষ্ঠানিক ভাবে জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার সূচি প্রকাশ করেছে। আগামী ২২ জানুয়ারি থেকে জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার প্রথম সেশন শুরু হবে। পরীক্ষা চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। বি ই/ বি টেক নিয়ে পড়লে প্রথম পেপার আর বি আর্ক (B Arch) ও বি প্ল্যানিং (B Planning) নিয়ে পড়তে চাইলে দ্বিতীয় পেপারের পরীক্ষা দিতে হবে। প্রথম পেপারের পরীক্ষা ৫ দিন ধরে চলবে। পেপার ২-এর পরীক্ষা হবে ৩০ জানুয়ারি।
২২, ২৩, ২৪, ২৮ ও ২৯ জানুয়ারি ২টি শিফটে প্রথম পেপারের পরীক্ষা হবে। সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত হবে প্রথম শিফট আর বেলা ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হবে দ্বিতীয় শিফটের পরীক্ষা।
৩০ জানুয়ারি একটাই শিফটে বেলা ৩টে থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হবে দ্বিতীয় পেপারের পরীক্ষা। খুব শিগগিরই এগজাম সিটি ইনফরমেশন স্লিপ বেরোবে। পরীক্ষার ২-৩ দিন আগে বেরোবে অ্যাডমিট কার্ড। বিশদ তথ্য মিলবে এই অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in ও nta.ac.in- এ।