নয়াদিল্লি: চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষার (JEE Main) সূচি ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। সর্বভারতীয় স্তরে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য এই প্রবেশিকা পরীক্ষা দু’টি পর্বে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরীক্ষক সংস্থা।
কবে পরীক্ষা
এনটিএ-এর ঘোষণা অনুযায়ী, জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষার প্রথম পর্ব হবে ১৬-১৭ এপ্রিল ও দ্বিতীয় পর্ব ২৪-২৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এ দিন থেকেই শুরু হয়েছে আবেদন জানানোর পদ্ধতি। প্রথম সেশনের জন্য আবেদনপত্র পূরণের শেষ তারিখ ৩১ মার্চ, ২০২২৷ আবেদনকারীরাবিস্তারিত জানার জন্য এর অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in – এও দেখতে পারেন।
১৩টি ভাষায় জয়েন্ট এন্ট্রাস (মেন) অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে ইংরাজি, হিন্দি, বাংলা, গুজরাতি, অসমীয়া, কন্নড়, মরাঠি, পঞ্জাবি, তামিল, তেলগু, উর্দু, ওড়িয়া এবং মালায়ালম।
কারা আবেদন জানাবেন
যে সমস্ত ছাত্রছাত্রীরা ২০২০, ২০২১ সালের দ্বাদশশ্রেণি বা তার সমমানের পরীক্ষা সম্পূর্ণ করেছেন বা ২০২২ সালে দ্বাদশশ্রেণির বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাঁরা এই পরীক্ষার জন্য আবেদন করার যোগ্য। এ ক্ষেত্রে বয়সের কোনো মাপকাঠি থাকছে না। তবে উত্তীর্ণ হওয়ার পর সফল প্রার্থীরা যে শিক্ষা প্রতিষ্ঠানে ভরতি হতে চাইবেন, সেখানে বয়স সংক্রান্ত মানদণ্ড পূরণ করতে হতে পারে।
কী ভাবে আবেদন করবেন
১ম ধাপ: অফিসিয়াল ওয়েবসাইট, jeemain.nta.nic.in খুলুন
২য় ধাপ : হোমপেজে, অ্যাপলিকেশন ফর্ম বটমে ক্লিক করুন
৩য় ধাপ: আপনি যে ভাবে আবেদন করতে চান তাতে ক্লিক করুন
৪র্থ ধাপ: আগে আবেদন না করলে
শংসাপত্র ব্যবহার করে রেজিস্টার করুন
৫ম ধাপ: যাচাই করুন এবং লগ-ইন তৈরি করুন
৬ষ্ঠ ধাপ: ফর্ম পূরণ করুন এবং ছবি আপলোড করুন
৭ম ধাপ: ফি জমা করার পর সাবমিট করুন
আরও পড়তে পারেন:
অফ-ক্যাম্পাস ডিজিটাল প্রোগ্রামে নিয়োগের জন্য আবেদন চাইছে টিসিএস, বেতন ৬০ হাজার টাকা পর্যন্ত
শিক্ষানবিশ নিয়োগ করছে ডিআরডিও, জানুন যোগ্যতা, আবেদনের পদ্ধতি
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।