খবর অনলাইন ডেস্ক: শুক্রবার জয়েন্ট এন্ট্রাস (মেইন) ২০২০-র ফল প্রকাশ করতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। পরীক্ষা নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে।
চলতি বছরের জয়েন্ট এন্ট্রাসে অংশ নিয়েছিলেন ৬.৩৫ লক্ষ ছাত্রছাত্রী। তবে নাম নথিভুক্ত করেছিলেন ৮.৫৮ লক্ষ পরীক্ষার্থী। কিন্তু করোনা মহামারি এবং দেশের বিভিন্ন জায়গায় অন্য়ান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে একটা বড়ো অংশের পরীক্ষার্থী অংশ নিতে পারেননি। এই পরীক্ষা নেওয়া হয় গত ১-৬ সেপ্টেম্বর পর্যন্ত।
তবে করোনা সুরক্ষাবিধি বজায় রেখেও মোট নথিভুক্তকারীর ৭৪ শতাংশ পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রাস (মেইন) ২০২০ (JEE Main 2020)-তে অংশ নিয়েছিলেন বলে জানায় এনটিএ।
ফল জানা যাবে এনটিএ-র নিজস্ব ওয়েবসাইট jeemain.nta.nic.in. থেকে।
আপডেট আসছে…