রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দফতরের আর্থিক সাহায্যে চলা প্রকল্পের কাজের জন্য অধ্যাপক মলয় ভট্টাচার্যর অধীনে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২টায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রাজা রামমোহনপুরে ডিপার্টমেন্ট অফ টি সায়েন্সে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। টি সায়েন্স, বোটানি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি বা জীববিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।
মাইক্রোবায়োলজিতে কাজ বা গবেষণার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ৩ বছরের জন্য প্রকল্পের কাজ চলবে। অস্থায়ী চুক্তিভিত্তিক কাজ। ওয়াক ইন ইন্টারভিউয়ের সময় সমস্ত আসল প্রয়োজনীয় নথিপত্র ও সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি আনতে হবে।
প্রয়োজনীয় নথি:
- সংশ্লিষ্ট ফরম্যাটে পূরণ করা আবেদনপত্র
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- অভিজ্ঞতার শংসাপত্র (যদি থাকে)
- একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
বিস্তারিত তথ্য ও আবেদনপত্রের ফরম্যাটের জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করুন।