cbse exam
প্রতীকী ছবি

ওয়েবডেস্ক: ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের (নিট) অ্যাডমিট কার্ড প্রকাশ করল সিবিএসই। আগামী ৬ মে এই পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এ বছর এই পরীক্ষা বসতে চলেছে ১১.৩৮ লক্ষ পড়ুয়া।

এ বার বাংলা ছাড়াও অনেক আঞ্চলিক ভাষায় এই পরীক্ষা নেওয়া হবে। ইংরেজি এবং হিন্দি ভাষা তো থাকছেই। এই পরীক্ষায় বসার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করেছিল সিবিএসই, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সেই নির্দেশ বাতিল করা হয়।

জেনে নিন কী ভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?

১) সিবিএসই-এর নিজস্ব ওয়েবসাইটে (www.cbse.nic.in) যান।

২) হোম পেজে অ্যাডমিট কার্ডের লিঙ্কে যান।

৩) রেজিস্ট্রেশন নম্বর, জন্মের তারিখ এবং সিকিউরিটি পিন দিন।

৪) অ্যাডমিট কার্ড আপনার স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন।

৫) ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

মনে রাখবেন পোস্টের মাধ্যমে বাড়িতে অ্যাডমিট কার্ড পাঠাবে না সিবিএসই। তবে আপনার নিজের ই-মেলেও সেটি পেয়ে যাবেন। অ্যাডমিট কার্ডেও একটি পাসপোর্ট সাইজ ফোটো লাগাতে হবে। অ্যাডমিট কার্ডটি না নিয়ে গেলে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি পাবেন না।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন