প্রকাশিত হল নিট পিজি ২০২২ পরীক্ষার অ্যাডমিট কার্ড, কী ভাবে ডাউনলোড করবেন

online

নয়াদিল্লি: ডাক্তারিতে স্নাতকোত্তর স্তরের ভরতি পরীক্ষা নিট পিজি ২০২২-এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস। শনিবার থেকেই পরীক্ষার্থীরা ওই অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

আগামী ২১ মে নিট পিজি ২০২২ পরীক্ষা। তার সপ্তাহখানেক আগেই এ দিন প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড। যা ডাউনলোড করা যাবে natboard.edu.in এবং nbe.edu.in ওয়েবসাইট থেকে।

কী ভাবে নিট পিজি ২০২২ পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন

১. প্রথমেই চলে যান অফিসিয়াল ওয়েবসাইট nbe.edu.in-এ

২. এখানে পাবেন অ্যাডমিট কার্ডের লিঙ্ক

৩. অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন

৪.স্ক্রিনে চলে আসবে আপনার অ্যাডমিট কার্ড

৫. ডাউনলোডের পর একটা প্রিন্ট আউট নিন, পরীক্ষাকেন্দ্রে কাজে লাগবে।

উল্লেখ্য, নিট পিজি ২০২২ পরীক্ষা স্থগিত করার আবেদন খারিজ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। ডাক্তারিতে স্নাতকোত্তর স্তরে ভরতির এই পরীক্ষা স্থগিত করার আবেদনের শুনানির সময় শুক্রবার সর্বোচ্চ আদালত বলে, পরীক্ষা স্থগিত করা হলে চিকিৎসা পরিষেবায় প্রভাব পড়বে। স্থগিতের আবেদন খারিজ হয়ে যাওয়ায়, পূর্ব নির্ধারিত সূতি অনুযায়ী আগামী ২১ মে হবে এই পরীক্ষা।

আরও পড়তে পারেন:

নিটি পিজি ২০২২: ডাক্তারিতে স্নাতকোত্তর স্তরে ভরতির পরীক্ষা স্থগিতের আরজি খারিজ সুপ্রিম কোর্টে

বিজ্ঞাপন