বুধবার শুরু হচ্ছে নিটি-পিজি কাউন্সেলিং, জানুন আবেদনের পদ্ধতি, আসন বণ্টন-সহ গুরুত্বপূর্ণ বিষয়

0

নয়াদিল্লি: ২০২১-২২ শিক্ষাবর্ষে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-এর স্নাতকোত্তর স্তরে ভরতির জন্য বুধবার থেকে শুরু হবে কাউন্সেলিং।

কাউন্সেলিংয়ের আবেদন

স্নাতকোত্তর প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ের জন্য আবেদন প্রক্রিয়া ১২ জানুয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে ১৭ জানুয়ারি। তালিকাভুক্ত কলেজ বেছে নেওয়া যাবে এই সময়ের মধ্যেই। ১৮-১৯ জানুয়ারি প্রার্থীদের আবেদন যাচাই করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি।

ফলাফল ঘোষণা

এর পর ২১ জানুয়ারি পর্যন্ত চলবে আসন বণ্টন প্রক্রিয়া। প্রথম রাউন্ডের ফলাফল পর দিন, ২২ জানুয়ারি ঘোষণা করা হবে।

প্রথম রাউন্ডের ফলাফলের পরে দ্বিতীয় রাউন্ডের আসন বরাদ্দের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া ৩-৭ ফেব্রুয়ারি এবং তৃতীয় রাউন্ডের জন্য ২৪-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট- mcc.nic.in-এ কাউন্সেলিংয়ের জন্য আবেদন করতে পারেন।

সর্বভারতীয় কোটা

সমস্ত সর্বভারতীয় কোটার (AIQ) আসনগুলির জন্য নিট ইউজি (NEET UG) এবং নিট পিজি (NEET PG) কাউন্সেলিং পরিচালনা করে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (MCC)। স্নাতকদের জন্য ১৫ শতাংশ এবং স্নাতকোত্তরদের জন্য ৫০ শতাংশ আসন। বিস্তারিত কাউন্সেলিং সময়সূচি অফিসিয়াল ওয়েবসাইট mcc.nic.in-এ পাওয়া যাবে।

চারটি রাউন্ড

ইউজি এবং পিজি উভয় মেডিক্যাল এবং ডেন্টাল আসনের জন্য চার রাউন্ডে পরিচালিত হবে এমসিসি কাউন্সেলিং। এগুলো হল: এআইকিউ রাউন্ড ১, এআইকিউ রাউন্ড ২, এআইকিউ মপ-আপ রাউন্ড এবং AIQ স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড। ২০২০ সাল পর্যন্ত দু’টি রাউন্ডে নিট কাউন্সেলিং পরিচালনা করেছিল এমসিসি। মপ-আপ এবং অন্যান্য রাউন্ডগুলি শুধুমাত্র কেন্দ্রীয় এবং বিবেচিত বিশ্ববিদ্যালয়গুলির জন্য প্রযোজ্য ছিল।

ইতিমধ্যেই জানানো হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড অনলাইনে অনুষ্ঠিত হবে। যা আগে অফলাইনে পরিচালনা করত সংশ্লিষ্ট কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলি।

সংরক্ষণ নীতি

তফসিলি জাতি (SC)-র জন্য ১৫ শতাংশ, তফসিলি উপজাতি (ST) ৭.৫ শতাংশ, অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) ২৭ শতাংশ, আর্থিক ভাবে দুর্বল বিভাগ (EWS) ১০ শতাংশ এবং প্রতিবন্ধী ব্যক্তি (PwD)-রা ৫ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবেন কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজ্যের তরফে বরাদ্দ আসনগুলিতে।

কী ভাবে রেজিস্ট্রেশন

*mcc.nic.in-তে যান।

*পিজি বা ইউজি কাউন্সেলিং ট্যাবে ক্লিক করুন।

*রেজিস্ট্রেশনের লিঙ্ক এলে ক্লিক করুন।

*প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং রেজিস্টার করুন।

*এ বার লগইন করুন এবং আবেদনপত্র পূরণ করুন।

*নথি আপলোড করুন, রেজিস্ট্রেশন ফি জমা করে সাবমিট করুন।

*আবেদনপত্রের একটি প্রিন্টআউট বের করে নিন।

আরও পড়তে পারেন:

ফর্ম ফিল আপের দিন ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, মানতে হবে কঠোর কোভিডবিধি

জয়েন্ট এন্ট্রাস (মেন) পরীক্ষার প্রস্তুতিতে বিনামূল্যে মক টেস্টের সুযোগ

ইঞ্জিনিয়ারদের জন্য বড়ো খবর, ৬০০ জনকে নিয়োগ করবে টেক মাহিন্দ্রার ফার্ম

ম্যানেজমেন্ট ট্রেনি, প্রজেক্ট ম্যানেজার-সহ অন্যান্য পদে নিয়োগ করছে এনবিসিসি ইন্ডিয়া

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন