সুপ্রিম কোর্টে শুনানির আগেই নিট পিজি পরীক্ষা পিছিয়ে দিল কেন্দ্র

0

নয়াদিল্লি: ৬ থেকে ৮ সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হল স্নাতকোত্তর স্তরের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET-PG 2022 )। এই পরীক্ষা হওয়ার কথা ছিল ১২ মার্চ। তবে স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক নির্দেশে বলা হয়েছে, ৬-৮ সপ্তাহের জন্য স্থগিত থাকছে এই পরীক্ষা।

স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, “বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নিট পিজি ৬-৮ সপ্তাহ বা তারও বেশি সময় স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে”।

আধিকারিকদের মতে, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের বছরের পরীক্ষার কাউন্সেলিং চলাকালীন পরীক্ষা নেওয়ায় সমস্যা দেখা দিতে পারে। সেই কারণেই পরীক্ষা পিছিয়ে দেওয়া হল বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

নিট পিজি পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েক জন পড়ুয়া। শুক্রবারই সেই আবেদনের শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। তার আগেই কেন্দ্রের তরফে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা।

আরও পড়তে পারেন:

উত্তরবঙ্গেও বৃষ্টি, বরফের চাদরে ঢাকল পাহাড়ের একাধিক জায়গা

দেড় লক্ষের নীচে নামল দৈনিক সংক্রমণ, তবে কেরল বাড়িয়ে রাখল মৃতের সংখ্যাটিকে

ভোটের ঠিক আগেই চরণজিৎ চন্নীর ভাইপোকে গ্রেফতার করল ইডি

নেমে এসেছে মেঘপুঞ্জ, বৃষ্টি শুরু পশ্চিমবঙ্গের একাধিক জেলায়, দশটার পর ভিজবে কলকাতাও

করোনা পরিস্থিতি বড়ো রকমের উন্নতি পশ্চিমবঙ্গে, কলকাতাতেও কমল সংক্রমণ

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন