জাতীয় পরীক্ষা বোর্ড (NBE) শুক্রবার NEET-PG পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে, যা স্নাতকোত্তর চিকিৎসা কোর্সে ভর্তির জন্য নেওয়া হয়। সংস্থাটি জানিয়েছে, পরীক্ষাটি ১১ আগস্ট অনুষ্ঠিত হবে। পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে ২২ জুন নির্ধারিত পরীক্ষাটি কয়েক ঘণ্টা আগে স্থগিত করা হয়েছিল। অভিযোগ উঠেছিল যে, ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ অন্যান্য অসঙ্গতি ছিল। পরীক্ষাটি বাতিল হওয়ার পর, এনবিই সভাপতি ডাঃ অভিজাত শেঠ জানান, শিক্ষা মন্ত্রক পরীক্ষার প্রক্রিয়ার সুরক্ষা এবং নির্ভুলতা দেখতে চেয়েছিল।
ডাঃ শেঠ আরও জানান, গত সাত বছর ধরে এনবিই NEET-PG পরীক্ষা পরিচালনা করে আসছে এবং বোর্ডের কঠোর SOP এর কারণে প্রশ্নপত্র ফাঁসের কোনও ঘটনা ঘটেনি।
নতুন পরীক্ষার তারিখ ঘোষণার কয়েক দিন আগে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা সরকারের সাইবার অপরাধ বিরোধী সংস্থার সঙ্গে পরীক্ষার অসঙ্গতি নিয়ে বৈঠক করেন। বৈঠকে পরীক্ষার প্রক্রিয়ার সুরক্ষা যাচাই করার জন্য কয়েকটি পদক্ষেপের মধ্যে পরীক্ষার দুই ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রস্তুতির পরামর্শ দেওয়া হয়।
প্যারাটিচার ও চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের অবসর ভাতা বাড়াল রাজ্য, কত? জানুন
NEET-PG পরীক্ষা MBBS ডিগ্রিধারীদের স্নাতকোত্তর চিকিৎসা কোর্সে ভর্তির যোগ্যতা নির্ধারণের জন্য অনুষ্ঠিত হয়। এটি দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের জন্য নেওয়া হয়।
ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ইউজিসি-নেট বাতিলের বিতর্কের পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করেন।
বৃহস্পতিবার, গুজরাটের ৫০ জন সফল NEET-UG প্রার্থী সুপ্রিম কোর্টে একটি আবেদন করেন। এতে কেন্দ্র এবং জাতীয় পরীক্ষা সংস্থা (NTA) কে বিতর্কিত পরীক্ষা বাতিল করা থেকে বিরত থাকর নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করা হয়।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে শীঘ্রই ২৬টি আবেদনপত্র শুনানির হবে, যেখানে পুনরায় পরীক্ষা ও পরীক্ষার প্রক্রিয়ায় অসঙ্গতির তদন্তের মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে।