কলকাতা: মে মাসেই প্রকাশ হতে চলেছে পরবর্তী টেট-এর বিজ্ঞপ্তি। এ ব্যাপারে প্রয়োজনীয় সরকারি নির্দেশ পেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষা হবে আগস্ট মাসে। এ বার প্রাথমিকে শূন্য পদের পরিমাণ ২৫ হাজার। আজ এ কথা জানিয়েছেন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। গোটা প্রক্রিয়ার নোডাল অফিসার হিসেবেও থাকবেন মানিকবাবুই।
তবে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশনকে মান্যতা দিয়ে, এবার কোনো প্রশিক্ষণহীন টেটে বসতে পারবেন না। পরীক্ষায় বসতে গেলে আরসিআই-এর ডি এড প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। উচ্চ মাধ্যমিকে থাকতে হবে অন্তত ৫০ শতাংশ নম্বর।
অনলাইন এবং অফলাইন দু’ভাবেই পরীক্ষায় বসার আবেদন করা যাবে।
যারা বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।
2014-16 D. el.ed.jara tet pass korechhe tader keo ki boste hobe? Tara ki tet pass certificate pabe na?
Jara 2015-2017 batch Tara ki examta dite parbe????
Sir.jara 2016-2018 session tara ki exam a boste parbe
রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এত কড়াকড় না দিলে, আমার মনে হয় সরকারের সেটা ভালো হতো৷
আমি মাস্টার ডিগ্রী করে বসে আছি, অথচ পরীক্ষা দিতে পারবো না, রাজ্যের এই সিদ্ধান্তের জন্য৷এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা টাকার অভাবে বি.এড ডি.এড করতে পারছে না৷