ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ডিজি সুবোধ কুমারকে সরিয়ে দিল নরেন্দ্র মোদী সরকার। নিট (NEET) এবং নেট (NET) পরীক্ষা নিয়ে চলমান বিতর্কের মধ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সুবোধ কুমারের স্থলাভিষিক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার প্রদীপ সিংহ খারোলাকে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক শনিবার বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে, যা এনটিএর পরীক্ষা প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং অবাধ করতে নজরদারি করবে।
পদত্যাগের দাবি এবং এনটিএর পরীক্ষায় অনিয়ম
দেশে বড় মাপের পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকা এনটিএ, বিশেষ করে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট নিয়ে অনিয়মের অভিযোগের মুখে পড়েছে। নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে পিএইচডি এবং কলেজে নিয়োগের পরীক্ষা ইউজিসি নেট বাতিল করেছে এনটিএ। এই দুই বিষয়ে দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থী এবং বিরোধীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং সুবোধ কুমারের পদত্যাগের দাবি জানিয়েছেন।
বিতর্ক সত্ত্বেও নিট পরীক্ষা বাতিল করতে নারাজ শিক্ষামন্ত্রী, কেন? তার কারণ জানালেন
সরকারি বিজ্ঞপ্তি
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত প্রদীপ সিংহ খারোলা এনটিএর দায়িত্ব পালন করবেন। নিট পরীক্ষার অনিয়মের কারণে ইতিমধ্যে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গবেষণার প্রবেশদ্বার ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) নিয়েও বিতর্ক চলছে। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) আয়োজিত নেট পরীক্ষা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছিল, যা বুধবার বাতিল করা হয়েছে। পিটিআই জানিয়েছে, অনিয়ম সংক্রান্ত অভিযোগের কারণেই এই বছরের জুনের নেট পরীক্ষা বাতিল করা হয়েছে।
সিবিআই তদন্ত
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত সংবাদে জানানো হয়েছে, অনিয়ম সংক্রান্ত তদন্তের ভার সিবিআই-কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক। এছাড়া, স্থগিত করা হয়েছে বিজ্ঞান বিষয়ক গবেষণার প্রবেশিকা সিএসআইআর ইউজিসি নেট। শুক্রবার এনটিএ একটি বিজ্ঞপ্তিতে পরীক্ষা বাতিলের কথা জানিয়েছে এবং তারপরই এনটিএর সংস্কারের পথে হেঁটেছে কেন্দ্র।