Homeশিক্ষা ও কেরিয়ারএনটিএ শুধুমাত্র প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করবে, নিয়োগ পরীক্ষা নয়, জানিয়ে দিলেন কেন্দ্রীয়...

এনটিএ শুধুমাত্র প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করবে, নিয়োগ পরীক্ষা নয়, জানিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

প্রকাশিত

নয়াদিল্লি: ২০২৫ সাল থেকে শুধুমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করবে জাতীয় পরীক্ষার সংস্থা (NTA)। অর্থাৎ, এই কেন্দ্রীয় পরীক্ষক সংস্থা আর কোনও নিয়োগ পরীক্ষা নেবে না। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

পরীক্ষার সংস্কারের অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের শুরুতে গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁস এবং অন্যান্য পরীক্ষা বাতিলের ঘটনা পর্যালোচনা করার পর এই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।

শিক্ষামন্ত্রী জানান, এনটিএ এবং স্বাস্থ্যমন্ত্রকের মধ্যে আলোচনা চলছে নিট পরীক্ষাকে ঐতিহ্যবাহী পেন এবং পেপার পদ্ধতিতে রাখা হবে না কি কম্পিউটার-ভিত্তিক পরীক্ষায় (CBT) রূপান্তরিত করা হবে।

ধর্মেন্দ্র প্রধান নিশ্চিত করেছেন, সাধারণ বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা (CUET-UG) আগের মতোই বছরে একবার নেওয়া হবে। তিনি বলেন, “সরকার ভবিষ্যতে প্রযুক্তি-চালিত এবং কম্পিউটার অ্যাডাপটিভ টেস্টের দিকে এগোতে চাইছে।”

২০২৫ সালে এনটিএ-কে পুনর্গঠনের ঘোষণা করেছেন মন্ত্রী। অন্তত ১০টি নতুন পদ তৈরি করা হবে এবং সংস্থার কাজের পদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। পরীক্ষার ত্রুটি-শূন্যতা নিশ্চিত করতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহৃত হবে।

প্রসঙ্গত, শেষ বারের নিট পরীক্ষা নিয়ে কেলেঙ্কারির অভিযোগে দেশ জুড়ে প্রতিবাদ, বিক্ষোভে সামিল হন পরীক্ষার্থী থেকে শুরু করে পড়ুয়ারা। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলিও কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। ফলে, নিট নিয়ে দুই তরফের বহুমুখী আক্রমণের সামনে পড়ে কেন্দ্রের এনডিএ সরকার।

এরই মধ্যে নিট নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বীকার করে নিয়েছিলেন বেশ কিছু জায়গায় দুর্নীতি হয়েছে। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছিলেন, নিট দুর্নীতিতে পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ-র কোনও আধিকারিকের নাম জড়ালে তাঁর বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ করা হবে। পরবর্তীতে পুরো কাঠামোর সংশোধন করা হবে।

আরও পড়ুন: এসবিআই ক্লার্ক নিয়োগ: ১৩,৭৩৫ পদের জন্য আবেদন শুরু, কী ভাবে করবেন

সাম্প্রতিকতম

মানব হৃদযন্ত্র প্রতিস্থাপনের আগে কৃত্রিম হৃদযন্ত্র নিয়ে ১০০ দিনের বেশি বেঁচে রইলেন এক অস্ট্রেলীয়

অসাধ্য সাধন করলেন অস্ট্রেলিয়ার বছর ৪০-এর এক ব্যাক্তি। ডোনারের দেওয়া হৃদযন্ত্র প্রতিস্থাপন করার আগে...

তামিলনাড়ুর উপকূলে খোঁজ মিলল নয়া প্রজাতির ইল মাছের!

তামিলনাড়ুর থোট্টুকুড়ি উপকূলে নয়া প্রজাতির ইল মাছের সন্ধান পাওয়া গেছে। মাছের বৈজ্ঞানিক নাম দেওয়া...

পুষ্টির পাওয়ার হাউজ চারমগজ: মস্তিষ্ক থেকে হৃদযন্ত্র, সবকিছুর যত্নে অনন্য!

ছোট হলেও পুষ্টিগুণে ভরপুর চারমগজ! স্মৃতিশক্তি বাড়ানো থেকে শুরু করে হৃদযন্ত্রের সুরক্ষা, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ ও কিডনির যত্ন—জানুন চারমগজের অসাধারণ উপকারিতা।

‘মাত্র ৫-৭% মানুষের হাতে আনুষ্ঠানিক চাকরি’, ভারতের কর্মসংস্থান সংকট নিয়ে সতর্কবার্তা!

ভারতের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। দেশের মাত্র ৫-৭% মানুষের হাতে রয়েছে...

আরও পড়ুন

রেলের গ্রুপ C পদে সমস্ত নিয়োগ বাতিল, অনিয়মের অভিযোগে বড় সিদ্ধান্ত রেলওয়ে বোর্ডের

অনিয়মের অভিযোগের জেরে রেলের গ্রুপ C পদে সমস্ত নিয়োগ বাতিল করল ভারতীয় রেলওয়ে বোর্ড। পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়ে জারি হল নির্দেশিকা।

আসছে নতুন নিয়ম! আয়কর অফিসাররা আপনার ই-মেল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঢুকতে পারবেন এই বিশেষ ক্ষেত্রে

আগামী ২০২৬ সালের ১ এপ্রিল থেকে আয়কর দফতর আইনত ভাবে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট,...

সেনসেক্স-নিফটিতে পতন অব্যাহত! তবে কি শেয়ার বাজার থেকে এখনই বেরিয়ে আসা উচিত?

ভারতীয় শেয়ার বাজার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পর ক্রমাগত বিক্রির চাপে রয়েছে। সোমবারেও মূল সূচকগুলিতে...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে