কলকাতা: বিভিন্ন পদে ১২০ জনকে নিয়োগ করছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University)। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং পিওন পদে নিয়োগ করা হবে। কোন পদের শিক্ষাগত যোগ্যতা কী, বেতন কত-সহ এক নজরে জেনে নিন উল্লেখযোগ্য বিষয়গুলি।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ: ৭৮টি
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক। স্নাতক অগ্রাধিকার। কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা। ইংরাজি ভাষায় দক্ষতা, ইত্যাদি।
বেতন: ২৭,৫০০-৭০,৬০০ টাকা
জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ: ২৩টি
যোগ্যতা: স্নাতক, সঙ্গে লাইব্রেরি সায়েন্স ডিগ্রি বা ডিপ্লোমা। কোনো প্রতিষ্ঠানে ১ বছরের কাজের অভিজ্ঞতা, ইত্যাদি।
বেতন: ৩৫,৮০০-৯২,১০০ টাকা
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ: ৪টি
যোগ্যতা: বিএসসি বা বিসিএ অথবা ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো শাখায় ডিপ্লোমা কোর্স। এমসিএ বা কম্পিউটার সায়েন্সে এমএসসি থাকলে অগ্রাধিকার, ইত্যাদি।
বেতন: ৩৫,৮০০-৯২,১০০ টাকা
জুনিয়র পিওন
শূন্যপদ: ১৫টি
যোগ্যতা: ন্যূনতম ক্লাস এইট। ইংরাজি লিখতে ও পড়তে পারলে, কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, ইত্যাদি।
বেতন: ১৮,৫০০-৭০,৬০০ টাকা
বয়স
৪ আগস্ট,২০২২-এর হিসেবে প্রার্থীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। তবে তফসিলিরা ৫ এবং অন্যান্য অনগ্রসররা ৩ বছরের ছাড় পাবেন।
কী ভাবে আবেদন?
আবেদন জানাতে হবে অনলাইনে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: http//presiuniv.ac.in/web/universitystaff-এ আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৪ আগস্ট। নিয়োগের বিস্তারিত বিবরণ উল্লেখিত ওয়েবসাইট থেকে দেখে নিন।