খবর অনলাইন ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতোই রাজ্যে ফের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুরু হচ্ছে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া।
সোমবার রাতে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেট-২০১৪-র যোগ্য প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের জন্য অনলাইন আবেদন নেওয়া শুরু হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট www.wbbpe.org-এ অনলাইনে আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা।

২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর, ২০২০-এর মধ্যে পর্ষদের ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার জন্য নীচের দেওয়া পদ্ধতিগুলির অনুসরণ করতে হবে।
১) পোর্টালে প্রবেশ করতে হবে।
২) লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) টেট-২০১৪-র রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
৪) নির্দেশাবলি অনুসরণ করে আবেদনপত্র পূরণ করতে হবে।
বিস্তারিত জানতে সরাসরি ক্লিক করতে পারেন এই লিঙ্কে: নোটিফিকেশন
আরও পড়তে পারেন: আড়াই লক্ষ আবেদন, শীঘ্রই প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।