শিক্ষা ও কেরিয়ার
টেট-২০১৪ পাশ যোগ্য প্রার্থীদের শিক্ষকপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি
২৫ নভেম্বর থেকে অনলাইনে করা যাবে আবেদন।

খবর অনলাইন ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতোই রাজ্যে ফের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুরু হচ্ছে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া।
সোমবার রাতে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেট-২০১৪-র যোগ্য প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের জন্য অনলাইন আবেদন নেওয়া শুরু হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট www.wbbpe.org-এ অনলাইনে আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা।

২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর, ২০২০-এর মধ্যে পর্ষদের ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার জন্য নীচের দেওয়া পদ্ধতিগুলির অনুসরণ করতে হবে।
১) পোর্টালে প্রবেশ করতে হবে।
২) লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) টেট-২০১৪-র রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
৪) নির্দেশাবলি অনুসরণ করে আবেদনপত্র পূরণ করতে হবে।
বিস্তারিত জানতে সরাসরি ক্লিক করতে পারেন এই লিঙ্কে: নোটিফিকেশন
আরও পড়তে পারেন: আড়াই লক্ষ আবেদন, শীঘ্রই প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শিক্ষা ও কেরিয়ার
ডেটা এন্ট্রি অপারেটর চাইছে কলকাতা হাইকোর্ট, আবেদন জানাবেন কী ভাবে

খবর অনলাইন ডেস্ক : কলকাতা হাইকোর্টে ডেটা এন্ট্রি অপারেটর পদে ১৫৩ জন প্রার্থী নেবে। অনলাইন আবেদন জানাতে হবে।
১। পদের নাম –
ডেটা এন্ট্রি অপারেটর
২। শূন্যপদ –
১৫৩
৩। শিক্ষাগত যোগ্যতা –
মাধ্যমিক বা সমতুল পাস এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা স্বীকৃত সংস্থা থেকে। সঙ্গে প্রতিঘণ্টায় টাইপিং স্পিড হতে হবে আট হাজার বা তার বেশি।
৪। বয়সসীমা –
০১/০১/২০২১ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
৫। বেতনক্রম –
২২৭০০ টাকা থেকে ৫৮৫০০ টাকা
৬। পরীক্ষার ফি –
ডেটা এন্ট্রি অপারেটর পদে পরীক্ষার খরচ ৮০০ টাকা। পশ্চিমবঙ্গের তপসিলি জাতি, উপজাতিদের জন্য ৪০০ টাকা।
৭। আবেদনের পদ্ধতি –
কেবল কলকাতায় হাইকোর্টের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে।
৮। ওয়েবসাইটটি হল –
৯। গুরুত্বপূর্ণ তারিখ –
অনলাইন আবেদনের শুরু করার তারিখ ১১/০১/২০২১
অনলাইন আবেদনের শেষের তারিখ ২৭/০১/২০২১
১০। বিজ্ঞপ্তিটি বিস্তারিত জানতে –
এখানে ক্লিক করুন।
১১। আবেদনের জন্য –
এখানে ক্লিক করুন।
আরও – ভারতীয় সেনা এনসিসির স্পেশাল এন্ট্রি স্কিম ৪৯তম কোর্সের জন্য আবেদন চাইছে
শিক্ষা ও কেরিয়ার
ভারতীয় সেনা এনসিসির স্পেশাল এন্ট্রি স্কিম ৪৯তম কোর্সের জন্য আবেদন চাইছে

খবরঅনলাইন ডেস্ক: ভারতীয় সেনা এনসিসির স্পেশাল এন্ট্রি স্কিম ৪৯তম কোর্স (এপ্রিল ২০২১)-এর জন্য অনলাইন আবেদন চাইছে।
যোগ্যতা –
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫০% নম্বর নিয়ে ডিগ্রি কোর্স পাস করতে হবে।
প্রার্থীদের এনসিসি বি বা সি সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা –
বয়স হতে হবে ১/১/২০২১ অনুযায়ী ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদন শুরুর তারিখ ৩০/১২/২০২০
আবেদন শেষের তারিখ ২৮/০১/২০২১
আবেদন করতে লাগবে
জিজ্ঞাস্য যাবতীয় তথ্য, ফটো আইডি, স্বাক্ষর, পরিচয়ের প্রমাণপত্র ও যাবতীয় তথ্যে সার্টিফিকেট।
আবেদন পত্র পূরণ করা হয়ে গেলে তার একটি প্রিন্টআউট নিয়ে রাখবেন।
উল্লেখ্য – কেবলমাত্র অবিবাহিতরাই আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিটি বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
আবেদন করতে ক্লিক করুন এখানে
আরও – পাবলিক সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে প্রার্থী নেবে
শিক্ষা ও কেরিয়ার
পাবলিক সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে প্রার্থী নেবে

খবরঅনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের (ফডার, অ্যানিমল রিসোর্সেস ডেভেলপমেন্ট) পদে প্রার্থী নেবে। আবেদন করতে হবে অনলাইনে।
পদের নাম –
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অ্যানিম্যাল রিসোর্সেস ডেভেলপমেন্ট)
পদ –
১২
চাকরিক্ষেত্র –
পশ্চিমবঙ্গ
চাকরির ধরন –
সরকারি চাকরি
বেতনক্রম –
৫৬০০০ টাকা – ১৪৪৩০০টাকা
শিক্ষাগত যোগ্যতা –
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে ডিগ্রি বা ভেটেরিনারি সায়েন্স এবং পশুপালনে ডিগ্রি।
বয়সসীমা –
৪০ বছরের মধ্যে। (১/১/২০২০ অনুযায়ী)। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে।
আবেদনের পদ্ধতি –
অনলাইন
আবেদনের খরচ –
সাধারণ ও ওবিসিদের জন্য ১০ টাকা। বাকিদের ফি লাগবে না। ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দিতে হবে।
নিয়োগ পদ্ধতি –
লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার।
আবেদন শুরু –
১১ জানুয়ারি ২০২১
আবেদনের শেষ –
তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২১
বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
আবেদন করতে ক্লিক করুন এখানে
আরও – টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা সংসদ
-
রাজ্য2 days ago
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে সিপিএমের লাইনেই খেলছেন শুভেন্দু অধিকারী
-
দেশ3 days ago
নবম দফার বৈঠকেও কাটল না জট, ফের কৃষকদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র
-
প্রযুক্তি3 days ago
হোয়াটসঅ্যাপে এ ভাবে সেটিং করলে আপনার আলাপচারিতা কেউ দেখতে পাবে না এবং তথ্যও থাকবে নিরাপদে
-
শরীরস্বাস্থ্য3 days ago
কেন খাবেন মেথি?