অভিজিৎ ব্যানার্জি
১. নিচের কোন শব্দে সানুনাসিক স্বর ব্যবহৃত হয়েছে?
ক) ব্যাঙাচি খ) ইঁদুর গ) বাঘ ঘ)ছাগল ।
উত্তর-ইঁদুর
২. নিচের কোনটি তালব্য বর্ণ ক) ক খ) ঠ গ) ঙ ঘ) ছ
উত্তর-ছ
৩. অর্ধ ব্যঞ্জনধ্বনির উদাহরণ দাও
ক) প খ) চ গ) ঠ ঘ) ম
উত্তর-ম
৪. নিচের কোনটি স্বরভক্তি বা বিপ্রকর্ষের উদাহরণ
ক) ভক্তি >ভকতি খ) স্কুল> ইস্কুল গ) বেঞ্চ >বেঞ্চি ঘ)স্ত্রী>ইস্ত্রী
উত্তর- ভক্তি>ভকতি
৫. অযোগবহ বর্ণ কোনগুলি- ক)ং,ঃ খ)ৎ,ঁ গ)ঙ,ঞ ঘ)ণ,ম
উত্তরঃং,ঃ
৬. অন্ত স্বরালোপ-এর উদাহরণ হল –
ক)আজি>আইজ খ)সাউধ> সাধু গ) বিলাতি >বিলিতি ঘ)অতিথি> অতিথ
উত্তর- অতিথি>অতিথ।
৭. কোনটি সঠিক সন্ধি ক) যথা+ইষ্ট =যথেষ্ট খ) যথা+ ইষ্ট =যথেষ্ট গ) যথে+ ইষ্ট ঘ) যথা+ঈষ্ট
উত্তর-যথা+ইষ্ট =যথেষ্ট
৮. ‘ভাইবোন=ভাই ও বোন’
কোন ধরনের সমাস
ক)তৎপুরুষ খ) দ্বন্দ্ব সমাস গ)কর্মধারয় সমাস ঘ) মধ্যপদ লোপী কর্মধারায় সমাস
উত্তর- দ্বন্দ্ব সমাস
৯. কোনটি সঠিক বানান ক) আমাবস্যা খ) অমাবস্যা গ) আমবস্যা ঘ) আমাবসা
উত্তর-অমাবস্যা
১০. বিপরীত শব্দ লেখ
‘শ্লাঘা’
ক) দুর্ভাগ্য খ) নিন্দা গ) দুর্ব্যবহার ঘ)গালাগালি
উত্তর -নিন্দা
খবর অনলাইনে টেটের আরও সম্ভাব্য প্রশ্ন
প্রাথমিক টেট ২০২২: শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্ব নিয়ে ১০টি সম্ভাব্য প্রশ্নোত্তর
প্রাথমিক টেট ২০২২: ৫টি বিষয়ের কিছু সম্ভাব্য প্রশ্নোত্তর
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।