অভিজিৎ ব্যানার্জি
1. দুটি সংখ্যার পার্থক্য 124, বড় সংখ্যাটি 410 হলে ছোট সংখ্যাটি কত?
ক) 285 খ) 286 গ) 287 ঘ) 287
উত্তর: খ) 286
2. কোনো বিদ্যালয়ের গ্রন্থাগারে 14টি আলমারিতে 1988 টি বই আছে । আরও কতকগুলি নতুন বই ক্রয় করা হয়েছে। নতুন বইগুলি সেই আলমারিতে সাজিয়ে রাখলে আলমারিতে গড়ে 156টি বই লাগবে। কতগুলো নতুন বই ক্রয় করা হয়েছে?
ক) 196 খ) 197 গ) 198 ঘ) 199
উত্তর: ক) 196
3. a:b=2:3, b:c=5:4 এবং c:d=7:8 তাহলে a:d=?
ক) 65:86 খ) 94:73 গ) 35:48 ঘ) 36:33
উত্তর: গ) 35:48
4. যদি A-এর আয় B-এর অপেক্ষা 25% বেশি হয়, তাহলে B-এর আয় A-এর অপেক্ষা শতকরা কত কম?
ক) 15% কম খ) 20% কম গ) 25% কম ঘ) 30% কম
উত্তর: খ) 20%কম
5. একটি ট্যাংক একটি পাইপ দিয়ে 20মিনিটে ভর্তি এবং অপর একটি পাইপ দিয়ে 60 মিনিটে ভর্তি করা হয় যদি উভয়ে দশ মিনিট খোলা রাখা হয় এবং পরে প্রথমটি বন্ধ করে দেয়া হয় তবে সম্পূর্ণ ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে?
ক) 20মি খ) 25মি গ) 30মি 40মি
উত্তর: গ) 30মিনিট
6. কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 5 যোগ করলে যোগফল 16, 24 এবং 32 দ্বারা বিভাজ্য হবে?
ক) 91 খ) 92 গ) 93 ঘ) 94
উত্তর:ক) 91
7. ক খ এবং গ একটি কাজ যথাক্রমে 6, 8 ও 12দিনে করতে পারে তারা একসঙ্গে কাজটি করলে কত দিনে শেষ করবে?
ক) 2 দিনে খ) 2⅔ দিনে গ) 4 দিন ঘ) 5দিনে
উত্তর: খ) 2⅔ দিনে
8. সুদের হার প্রতি মাসিক 1পয়সা হলে তিন বছরে 200 টাকা সবৃদ্ধিমুলে কত হবে?
ক) 271 খ) 272 গ)273 ঘ)274
উত্তর: খ) 272 টাকা
9. একটি দ্রব্যের বিক্রয় মূল্য 270 টাকা হলে 10% ক্ষতি হয় দ্রব্যটির ক্রয়মূল্য কত?
ক) 300 খ) 400 গ) 500 ঘ) 600
উত্তর: ক) 300টাকা
10. একজন মানুষ যদি ঘন্টায় 5 কিমি বেগে বাস স্টপে যান তবে তিনি পাঁচ মিনিট দেরিতে পৌঁছান ।যদি তিনি ঘন্টায় 6কিমি বেগে যান তবে 5 মিনিট আগে পৌঁছান। তবে তার বাড়ি থেকে বাসস্টপের দূরত্ব কত?
ক) 3কিমি খ) 4কিমি গ) 5কিমি ঘ) 6 কিমি
উত্তর: গ) 5 কিমি
খবর অনলাইনে আর সম্ভাব্য প্রশ্নোত্তর
প্রাথমিক টেট ২০২২: পরিবেশ বিদ্যার ১০টি সম্ভাব্য প্রশ্নোত্তর
প্রাথমিক টেট ২০২২: ইংরাজির ১০টি সম্ভাব্য প্রশ্নোত্তর
প্রাথমিক টেট ২০২২: বাংলার ১০টি সম্ভাব্য প্রশ্নোত্তর
প্রাথমিক টেট ২০২২: শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্ব নিয়ে ১০টি সম্ভাব্য প্রশ্নোত্তর
প্রাথমিক টেট ২০২২: ৫টি বিষয়ের কিছু সম্ভাব্য প্রশ্নোত্তর
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।