শিক্ষা ও কেরিয়ার
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পদের পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর – ২

অভিজিৎ ব্যানার্জি
ইংরাজি
1.Pick out the correct word from the given homonyms:
The __________ aim of his life was his country’s freedom from the yoke of foreign rule.
(a ) sole (b) soul (c) soll (d) sell
Ans: (a ) sole
2. Find out the correct spelling:
(a ) colegue (b) colleague (c) collieague (d) colligue
Ans: (b) colleague
3. Choose the appropriate synonyms from the given option:
‘Ramble’
(a ) Walking (b) watch (c) roam (d) assess
Ans: (c) roam
অঙ্ক
1. একটি পাইপ একটি চৌবাচ্চাকে 8 ঘণ্টায় ভর্তি করে, অপর একটি পাইপ চৌবাচ্চাটিকে 16 ঘণ্টায় খালি করে। যদি দু’টি পাইপ এক সঙ্গে খুলে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত ঘণ্টা সময় লাগবে?
(a) 8 ঘণ্টা (b) 10 ঘণ্টা (c) 16 ঘণ্টা (d) 24 ঘণ্টা
Ans: (c) 16 ঘণ্টা
2. 125 মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় 5 কিলোমিটার বেগে একই দিকে ধাবমান একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার?
(a ) 45 কিলোমিটার (b) 50 কিলোমিটার (c) 54 কিলোমিটার (d) 55 কিলোমিটার
Ans: (b) 50 কিলোমিটার
3. স্রোতের গতিবেগ ঘণ্টায় 7 কিলোমিটার ও একটি নৌকার গতিবেগ স্রোতের অনুকূলে ঘণ্টায় 35 কিলোমিটার হলে, স্রোতের প্রতিকূলে গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার?
(a ) 28 কিলোমিটার (b) 21 কিলোমিটার (c) 25 কিলোমিটার (d) 29 কিলোমিটার
Ans: (b) 21 কিলোমিটার
জেনারেল স্টাডিজ
1.লোকসভার দু’টি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান সর্বোচ্চ হতে পারে –
(a ) সাত মাস (b) পাঁচ মাস (c) ছয় মাস (d) তিন মাস
Ans: (c) ছয় মাস
2. ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা কত সালে ঘোষণা করা হয়?
(a ) 1962 সালের অক্টোবর মাসে (b) 1960 সালের জুন মাসে (c) 1960 সালের অক্টোবর মাসে (d) 1971 সালের অক্টোবর মাসে
Ans: (a ) 1962 সালের অক্টোবর মাসে
3. আলফানসো আলবুকার্ক কে ছিলেন–
(a ) পর্তুগিজ (b) পর্তুগিজ গভর্নর (c) পর্যটক (d) এঁদের কেউ নন
Ans: (b) পর্তুগিজ গভর্নর
আরও পড়ুন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পদের পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর
শিক্ষা ও কেরিয়ার
ডেটা এন্ট্রি অপারেটর চাইছে কলকাতা হাইকোর্ট, আবেদন জানাবেন কী ভাবে

খবর অনলাইন ডেস্ক : কলকাতা হাইকোর্টে ডেটা এন্ট্রি অপারেটর পদে ১৫৩ জন প্রার্থী নেবে। অনলাইন আবেদন জানাতে হবে।
১। পদের নাম –
ডেটা এন্ট্রি অপারেটর
২। শূন্যপদ –
১৫৩
৩। শিক্ষাগত যোগ্যতা –
মাধ্যমিক বা সমতুল পাস এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা স্বীকৃত সংস্থা থেকে। সঙ্গে প্রতিঘণ্টায় টাইপিং স্পিড হতে হবে আট হাজার বা তার বেশি।
৪। বয়সসীমা –
০১/০১/২০২১ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
৫। বেতনক্রম –
২২৭০০ টাকা থেকে ৫৮৫০০ টাকা
৬। পরীক্ষার ফি –
ডেটা এন্ট্রি অপারেটর পদে পরীক্ষার খরচ ৮০০ টাকা। পশ্চিমবঙ্গের তপসিলি জাতি, উপজাতিদের জন্য ৪০০ টাকা।
৭। আবেদনের পদ্ধতি –
কেবল কলকাতায় হাইকোর্টের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে।
৮। ওয়েবসাইটটি হল –
৯। গুরুত্বপূর্ণ তারিখ –
অনলাইন আবেদনের শুরু করার তারিখ ১১/০১/২০২১
অনলাইন আবেদনের শেষের তারিখ ২৭/০১/২০২১
১০। বিজ্ঞপ্তিটি বিস্তারিত জানতে –
এখানে ক্লিক করুন।
১১। আবেদনের জন্য –
এখানে ক্লিক করুন।
আরও – ভারতীয় সেনা এনসিসির স্পেশাল এন্ট্রি স্কিম ৪৯তম কোর্সের জন্য আবেদন চাইছে
শিক্ষা ও কেরিয়ার
ভারতীয় সেনা এনসিসির স্পেশাল এন্ট্রি স্কিম ৪৯তম কোর্সের জন্য আবেদন চাইছে

খবরঅনলাইন ডেস্ক: ভারতীয় সেনা এনসিসির স্পেশাল এন্ট্রি স্কিম ৪৯তম কোর্স (এপ্রিল ২০২১)-এর জন্য অনলাইন আবেদন চাইছে।
যোগ্যতা –
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫০% নম্বর নিয়ে ডিগ্রি কোর্স পাস করতে হবে।
প্রার্থীদের এনসিসি বি বা সি সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা –
বয়স হতে হবে ১/১/২০২১ অনুযায়ী ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদন শুরুর তারিখ ৩০/১২/২০২০
আবেদন শেষের তারিখ ২৮/০১/২০২১
আবেদন করতে লাগবে
জিজ্ঞাস্য যাবতীয় তথ্য, ফটো আইডি, স্বাক্ষর, পরিচয়ের প্রমাণপত্র ও যাবতীয় তথ্যে সার্টিফিকেট।
আবেদন পত্র পূরণ করা হয়ে গেলে তার একটি প্রিন্টআউট নিয়ে রাখবেন।
উল্লেখ্য – কেবলমাত্র অবিবাহিতরাই আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিটি বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
আবেদন করতে ক্লিক করুন এখানে
আরও – পাবলিক সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে প্রার্থী নেবে
শিক্ষা ও কেরিয়ার
পাবলিক সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে প্রার্থী নেবে

খবরঅনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের (ফডার, অ্যানিমল রিসোর্সেস ডেভেলপমেন্ট) পদে প্রার্থী নেবে। আবেদন করতে হবে অনলাইনে।
পদের নাম –
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অ্যানিম্যাল রিসোর্সেস ডেভেলপমেন্ট)
পদ –
১২
চাকরিক্ষেত্র –
পশ্চিমবঙ্গ
চাকরির ধরন –
সরকারি চাকরি
বেতনক্রম –
৫৬০০০ টাকা – ১৪৪৩০০টাকা
শিক্ষাগত যোগ্যতা –
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে ডিগ্রি বা ভেটেরিনারি সায়েন্স এবং পশুপালনে ডিগ্রি।
বয়সসীমা –
৪০ বছরের মধ্যে। (১/১/২০২০ অনুযায়ী)। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে।
আবেদনের পদ্ধতি –
অনলাইন
আবেদনের খরচ –
সাধারণ ও ওবিসিদের জন্য ১০ টাকা। বাকিদের ফি লাগবে না। ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দিতে হবে।
নিয়োগ পদ্ধতি –
লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার।
আবেদন শুরু –
১১ জানুয়ারি ২০২১
আবেদনের শেষ –
তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২১
বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
আবেদন করতে ক্লিক করুন এখানে
আরও – টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা সংসদ
-
রাজ্য6 hours ago
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে সিপিএমের লাইনেই খেলছেন শুভেন্দু অধিকারী
-
দেশ2 days ago
করোনার টিকা নেওয়ার পর অসুস্থ হলে দায় নেবে না কেন্দ্র
-
দেশ1 day ago
নবম দফার বৈঠকেও কাটল না জট, ফের কৃষকদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র
-
কলকাতা2 days ago
অগ্নিকাণ্ডে গৃহহীনদের ঘর তৈরি করে দেবে পুরসভা, বাগবাজারে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়