অভিজিৎ ব্যানার্জি
বাংলা
১। এটি কোন সমাস?
উড়োজাহাজ (উড়ো যে জাহাজ)
উত্তর – কর্মধারায়
২। বাক্য সংকোচন করুন
যাহা প্রথম প্রথম মধুর অথচ পরে সে রূপ নয়
উত্তর – আপাতমধুর
৩। দেখলেই বোঝা যায় একটা কাঁচা হাতের লেখা।
বাক্যটির মধ্যে ‘কাঁচা’ শব্দটির অর্থ কি?
উত্তর – অপরিণত
ইংরাজী
- Conspire- এর noun form লিখুন
Ans – Conspiracy
- Nominal compound তৈরি করুন
Feverish sensation during election
Ans – Election fever
- ‘Weal’ শব্দটির opposite word লিখুন
Ans – Woe
অঙ্ক
1. একটি ঘড়ি 1080 টাকায় বিক্রয়ের পরিবর্তে 1125 টাকায় বিক্রয় করলে 5% বেশি লাভ করা যায়। ঘড়িটির ক্রয়মূল্য কত?
উত্তর – 900 টাকা
2. পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 6:1। 5 বছর পরে সেই অনুপাত হবে 7:2। পুত্রের বর্তমান বয়স কত?
উত্তর – 5 বছর
3. 64 লিটার মদ ভরতি একটি পাত্র থেকে 8 লিটার তুলে জল ঢালা হল। একই পদ্ধতি দ্বিতীয়বার, তৃতীয়বার করা হল। পরে পাত্রে কত লিটার মদ থাকবে?
উত্তর – 42.875 লিটার
জেনারেল অ্যাওয়ারনেস
1. মাদ্রাজ লেবার ইউনিয়নের প্রতিষ্ঠাতা – বি পি ওয়াদিয়া
2. ভারত সভা স্থাপন করেন – সুরেন্দ্রনাথ ব্যানার্জি
3. ভিসুভিয়াস পর্বত কোথায় অবস্থিত – ইতালি
4. কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে বলে – শক্তি
5. লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন – স্পিকার
6. ফুসফুসীয় শিরায় প্রবাহিত হয় – বিশুদ্ধ রক্ত
জেনারেল ইন্টেলিজেন্স
1. ভুল সংখ্যা নির্ণয় করুন
13, 15, 19, 25, 33, 41, 55
উত্তর – 41
2. কোনটি আলাদা শ্রেণির
Fork, Axe, Bulb, Scissors
উত্তর – Bulb
3. Hand : Elbow : : Leg : ?
উত্তর – Knee
আরও পড়ুন: রাজ্য আবগারি দফতরে সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা – প্রশ্নমালা ৩
আরও পড়ুন: রাজ্য আবগারি দফতরে সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা – প্রশ্নমালা ২
আরও পড়ুন: রাজ্য আবগারি দফতরে সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা – প্রশ্নমালা ১