কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কলকাতা বন্দর তথা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। বন্দরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেফটি), সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক ম্যানেজার ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে ১৩ জনকে নিয়োগ করা হবে। ২০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ১ অক্টোবরের মধ্যে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর, তফশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ১০ বছর আর শারীরিক দিক থেকে বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ১০ বছর ছাড় মিলবে। প্রতিটি পদের ক্ষেত্রে মাসে বেতন মিলবে ৫০,০০০-১,৬০,০০০ টাকা।
প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সংক্রান্ত তথ্যের জন্য নজর রাখতে হবে কলকাতা বন্দরের অফিশিয়াল ওয়েবসাইটের দিকে। অনলাইনে আবেদন করতে হবে https://smportkolkata.shipping.gov.in ওয়েবসাইটের Job Openings মেনুতে ক্লিক করে। বৈধ ইমেল আইডি আর মোবাইল নম্বর থাকতে হবে।
পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সাদা কাগজে কালো কালিতে সই, সাদা কাগজে নীল বা কালো কালিতে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ স্ক্যান করে আপলোড করতে হবে। বিশদ তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে। ৫০০ টাকা আবেদনমূল্য অনলাইনে জমা দিতে হবে। তফশিলি ও শারীরিক দিক থেকে বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদনমূল্য লাগবে। সিস্টেম জেনারেটেড আবেদনের প্রতিলিপি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নেবেন।