শিক্ষা ও কেরিয়ার
সাড়ে ৮ হাজার শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগের আবেদন চাইছে এসবিআই
বয়স, শিক্ষাগত যোগ্যতা-সহ জেনে নিন আবেদনের খুঁটিনাটি…

খবর অনলাইন ডেস্ক: ‘এসবিআই অ্যাপ্রেন্টিস ২০২০’ (SBI Apprentice 2020) বিজ্ঞপ্তি জারি করেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
১৯ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘এসবিআই অ্যাপ্রেন্টিস ২০২০’-এর জন্য আবেদন করা যাবে ব্যাঙ্কের নিজস্ব ওয়েবসাইট – www.sbi.co.in-এ।
পরীক্ষার দিন ঘোষণা করে এসবিআই জানিয়েছে, ‘এসবিআই অ্যাপ্রেন্টিস ২০২০’-এ আবেদনের জন্য বয়সসীমা ২০-২৮ বছর। নির্বাচন পদ্ধতি দু’টি পর্যায়ে অনুষ্ঠিত হবে।
এসবিআই অ্যাপ্রেন্টিস ২০২০
*পদের নাম: অ্যাপ্রেন্টিস
*শূন্যপদ: ৮,৫০০
*আবেদনের ফি: সাধারণের জন্য ৩০০ টাকা, তফসিলি, তফসিলি উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য কোনো ফি লাগবে না
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো ধারায় স্নাতক
আবেদন এবং পরীক্ষা
*অনলাইনে আবেদন শুরু: ২০ নভেম্বর, ২০২০
*অনলাইনে আবেদনের শেষ দিন: ১০ ডিসেম্বর, ২০২০
*অ্যাডমিট কার্ড দেওয়া হবে: ডিসেম্বর, ২০২০-র শেষ সপ্তাহে
*পরীক্ষার তারিখ: জানুয়ারি, ২০২১ (সম্ভাব্য)
আবেদনের বিস্তারিত তথ্য দেখুন এখানে: শূন্যপদের বিবরণ
আবেদন করতে পারেন এখানে: অনলাইন আবেদন
শিক্ষা ও কেরিয়ার
ইগনু বিএড প্রবেশিকা পরীক্ষা ১১ এপ্রিল, জানুন রেজিস্ট্রেশন পদ্ধতি
অনলাইনে আবেদন জানাতে পারেন। দেখে নিন কোথায়, কী ভাবে আবেদন জানাবেন?

নয়াদিল্লি: বিএড (BEd) কোর্সের জন্য প্রবেশিকা পরীক্ষার অনলাইন আবেদন নিতে শুরু করেছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU)। জানুয়ারি, ২০২১-এর জন্য ইগনু বিএড প্রবেশিকা পরীক্ষা হবে আগামী ১১ এপ্রিল। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারেন।
কোথায় আবেদন জানাবেন
অনলাইনে আবেদন জানানোর জন্য যেতে হবে sedservices.ignou.ac.in/entrancebed/-এ। ২ মার্চ,২০২১ পর্যন্ত আবেদন জানানো যাবে। সারা দেশেই নির্দিষ্ট কেন্দ্রগুলিতে এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে।
কী ভাবে আবেদন জানাবেন
১. প্রথমেই যেতে হবে sedservices.ignou.ac.in/entrancebed/-এ।
২. রেজিস্টার ইওরসেলফ-এ ক্লিক করতে করতে হবে।
৩. পরবর্তী পাতায় নাম, জন্মতারিখ, লিঙ্গ, ইমেল, মোবাইল নম্বর, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে।
৪. সাবমিট করতে হবে।
৫. ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করতে হবে।
৬. প্রয়োজনীয় তথ্যগুলি দিতে হবে।
৭. ফোটো এবং স্বাক্ষর আপলোড করতে হবে।
৮. আবেদনের ফি দিতে হবে।
৯. কনফার্ম এবং সাবমিট করতে হবে।
প্রার্থীর যোগ্যতা
স্নাতক পর্যায়ে এবং / অথবা বিজ্ঞান / সামাজিক বিজ্ঞান / বাণিজ্য / হিউম্যানিটিতে স্নাতকোত্তর পর্যায়ে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। বিজ্ঞান ও গণিতে বিশেষীকরণ-সহ ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে স্নাতকরা ৫৫ শতাংশ নম্বর বা অন্য যে কোনো যোগ্যতার সমতুল্যরা বিএড প্রবেশিকা পরীক্ষার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
প্রাথমিক শিক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং যাঁরা ফেস-টু-ফেস মোডের মাধ্যমে এনসিটিই স্বীকৃত টিচার এডুকেশন প্রোগ্রাম সম্পূর্ণ করেছেন, তাঁরা বিএড প্রবেশিকা পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
আরও পড়তে পারেন: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় হাইকোর্টে স্বস্তি রাজ্য সরকারের
শিক্ষা ও কেরিয়ার
প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড়, ফের কলকাতা হাইকোর্টে রাজ্য
সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করল রাজ্য সরকার।

খবর অনলাইন ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় নতুন করে আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার।
প্রাথমিকে শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করল রাজ্য সরকার।
গত ১৬ ফেব্রুয়ারি প্রাথমিকে ১৫ হাজার ২৮৪ জন শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে এবং বেআইনি ভাবে নিয়োগের অভিযোগ ওঠে। মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।
এই মামলা রায় দিতে গিয়ে হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ গত ২২ ফেব্রুয়ারি নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেন। পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে।
সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করল রাজ্য সরকার। অন্যদিকে, পর্ষদের মেধাতালিকায় থাকা যে সমস্ত প্রার্থী নিয়োগপত্র পেয়েছিলেন, তাঁরাও ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন।
জানা গিয়েছে, রাজ্যের আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার।
আপডেট পড়ুন এখানে: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় হাইকোর্টে স্বস্তি রাজ্য সরকারের
শিক্ষা ও কেরিয়ার
কেন্দ্রের নতুন শিক্ষানীতির আওতায় মাদ্রাসায় পড়ানো হবে গীতা, রামায়ণ, বেদ-সহ অন্যান্য বিষয়
প্রাথমিক ভাবে ১০০ মাদ্রাসায় এগুলি পড়ানো শুরু করা হলেও পরবর্তীতে ৫০০ মাদ্রাসায় তা চালু করা হবে।

খবর অনলাইন ডেস্ক: ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং (NIOS) একটি নতুন পাঠ্যক্রম চালু করেছে। যার অধীনে গীতা, রামায়ণ-সহ প্রাচীন ভারতীয় জ্ঞান ও ঐতিহ্য সম্পর্কিত বিষয়গুলি দেশের প্রায় শতাধিক মাদ্রাসায় পড়ানো হবে।
এনআইওএস-এর নতুন পাঠ্যক্রমটি জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০-এর সংস্কার অনুযায়ী চালু করা হয়েছিল। যা গত বছর জুলাইয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত হয়। নতুন পাঠ্যক্রমটি ভারতীয় ঐতিহ্য সম্পর্কে চর্চা ও জ্ঞানবৃদ্ধির উপর মনোনিবেশ করবে।
এখন পর্যন্ত স্থির হয়েছে, এনআইওএস-এর নতুন পাঠ্যক্রমটি তৃতীয়, পঞ্চম এবং অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য একটি প্রাথমিক কোর্স চালু করা হবে। অন্যান্য ক্লাসের কোর্সগুলি পর্যালোচনা করে শীঘ্রই বাকি ক্লাসের কোর্স চালু করা হবে।
১৫টি নতুন কোর্স
এনআইওএস কর্তৃক প্রবর্তিত নতুন পাঠ্যক্রম অনুসারে, ভারতীয় জ্ঞান, ঐতিহ্যের অধীনে ১৫টি নতুন কোর্স চালু করা হবে। যেগুলির পাঠ্যক্রম হবে বেদ, যোগ, বিজ্ঞান, সংস্কৃত ভাষা, রামায়ণ এবং মহাভারতের বর্ণনা নির্ভর। পাশাপাশি ভগবদ গীতা শিক্ষা এবং মহেশ্বর সূত্র পড়ানো হবে।এরই সঙ্গে থাকবে কিছু ভোকেশনাল স্কিলও।
জানা গিয়েছে, নতুন এই প্রস্তাবে এ বার থেকে মাদ্রাসাতেও পড়ানো হবে বেদ, গীতা, রামায়ণ। প্রাথমিক ভাবে ১০০ মাদ্রাসায় এগুলি পড়ানো শুরু করা হলেও পরবর্তীতে ৫০০ মাদ্রাসায় তা চালু করা হবে।
কী বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
এনআইওএসের নতুন পাঠ্যক্রমটি ‘এনইপি ২০২০’-র সংস্কার অনুযায়ী মঙ্গলবার নয়ডার সংস্থার জাতীয় সদর দফতরে স্টাডি মেটেরিয়াল প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। তিনি বলেন, প্রাচীন ভাষা, বিজ্ঞান এবং সংস্কৃতির একটি ভরকেন্দ্র হল ভারত।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, “ভারত সনাতন জ্ঞানের ভাণ্ডার। জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যের দিকে নজর দিলে দেখা যাবে, ভারত বিশ্বকে পিছনে ফেলেছে। আমাদের প্রাচীন ব্যবস্থা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে, আমরা সুপার পাওয়ার হওয়ার দিকে এগিয়ে যেতে পারি। তবে নতুন পাঠ্যক্রম শুধু যে মাদ্রাসায় কার্যকর হবে তা নয়, বিশ্বসমাজও এর সুবিধা পাবে”।
উল্লেখ্য, এনআইওএস একটি স্বাধীন শিক্ষা সংস্থা। যে সমস্ত পড়ুয়ারা নিয়মিত স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারে না, এখানে তাদেরকে পড়াশোনার সুযোগ দেওয়া হয়।
আরও পড়তে পারেন: বেড়েছে নিয়োগের হদিশ দেওয়া সংস্থার সংখ্যা, বেশি সুযোগ আর্থিক এবং তথ্যপ্রযুক্তিতে
-
রাজ্য1 day ago
পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল
-
গাড়ি ও বাইক2 days ago
আরটিও অফিসে আর যেতে হবে না! চালু হল আধার ভিত্তিক যোগাযোগহীন পরিষেবা
-
ভ্রমণের খবর3 days ago
ব্যাপক ক্ষতির মুখে পর্যটন, রাঢ়বঙ্গে ভোট পেছোনোর আর্জি নিয়ে কমিশনের দ্বারস্থ পর্যটন ব্যবসায়ীদের সংগঠন
-
রাজ্য1 day ago
বিধান পরিষদ গঠন করে প্রবীণদের স্থান দেওয়া হবে, প্রার্থী তালিকা ঘোষণা করে বললেন মমতা