অভিজিৎ ব্যানার্জি
জেনারেল স্টাডিজ
- লাখওয়ার মাল্টিপার্পাস প্রকল্প কোন নদীর সঙ্গে যুক্ত?
Ans – যমুনা
2. ভারতের কোন রাজ্য সম্প্রতি বিপিএল পরিবারের মহিলাদের বিনামূল্যে মোবাইল ফোন দেওয়ার সিদ্ধান্ত নিল?
Ans – রাজস্থান
3. বিশ্ব ক্যানসার সচেতনতা দিবস কবে?
Ans – 7 নভেম্বর
4. সোহনলাল শর্মা কোন যন্ত্রসংগীত বাজানোর জন্য বিখ্যাত?
Ans– হারমোনিয়াম
5. জাঠ বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন?
Ans– ঔরঙ্গজেব
6. কোদাইকানাল কোন পাহাড়ের কোলে অবস্থিত?
Ans – পালানি
7. সিকিমের জাতীয় প্রাণীর নাম কী?
Ans – রেড পান্ডা
8. মানুষের দেহের প্রধান পাচন গ্রন্থি কী কী?
Ans – অগ্নাশয়, যকৃৎ
9. কোন কোন মৌলের অভাবে হাড়ের বৃদ্ধি কমে?
Ans – ক্যালসিয়াম আর ফসফরাস
10. জাতীয় পতাকার অশোক চক্রে ক’টি দণ্ড আছে?
Ans – 24টি
অঙ্ক
- A ও B যথাক্রমে 300 টাকা আর 400 টাকা দিয়ে ব্যবসা শুরু করল। প্রথম বছরের শেষে 210 টাকা লাভ হল। A তার লভ্যাংশ আবার নিয়োগ করল, B তা করল না। তা হলে দ্বিতীয় বছরের লভ্যাংশ তা কী অনুপাতে পাবে?
Ans – 39:40
2. এক ব্যক্তি কোনো দ্রব্য বিক্রি করে দেখল বিক্রয়মূল্যের উপর তার 20% ক্ষতি হয়েছে। তার কত শতকরা ক্ষতি হয়েছে?
Ans – 16 পূর্ণ 2/3%
3. পিতা-পুত্রের বয়সের সমষ্টি 50 বছর। 15 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 7 গুণ। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত?
Ans – 40 বছর, 10 বছর
4. খ্রিস্টপূর্ব 16 আর 1800 খ্রিস্টাব্দের মধ্যে কতগুলি বছর আছে?
Ans – 1815 (0 বলে কোনো অব্দ ধরা হয় না। তাই নির্ণেয় বছরের সংখ্যা 16+1800-1 = 1815)
5. এক ব্যক্তি 24721 দিন জীবিত ছিল। তার জন্ম দিন সোমবার হলে মৃত্যু দিন কী বার ছিল?
Ans – বৃহস্পতিবার। (7 দিয়ে 24721 কে ভাগ করলে ৪ অবশিষ্ট থাকে, সোমবার থেকে চার দিন গুনলে বৃহস্পতিবার হয়।)
আরও পড়ুন খাদ্য দফতরে সাব-ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্নোত্তর – ১
আরও পড়ুন খাদ্য দফতর সাব-ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্নোত্তর – ২
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
ভুল ভাল অন্ক করে candidate দের ভুল পথে ঠেলে দিচ্ছেনা 3. পিতা-পুত্রের বয়সের সমষ্টি 50 বছর। 15 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 7 গুণ। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত?
Ans – 40 বছর, 10 বছর ( সঠিক উত্তর ৩২.৫ এবং ১৭.৫)
. এক ব্যক্তি 24721 দিন জীবিত ছিল। তার জন্ম দিন সোমবার হলে মৃত্যু দিন কী বার ছিল?
Ans – বৃহস্পতিবার। (7 দিয়ে 24721 কে ভাগ করলে ৪ অবশিষ্ট থাকে, সোমবার থেকে চার দিন গুনলে বৃহস্পতিবার হয়।) ( 7 দিয়ে ভাগ করলে 8 অবশিষ্ট হয় নাকি সঠিক উত্তর শনিবার)
অসংখ্য ধন্যবাদ, খবর অনলাইন পড়ার জন্য। আরও ধন্যবাদ অঙ্কে ভুল ধরিয়ে দেওয়ার জন্য।
আপনিই ঠিক। প্রথম অঙ্কটির ক্ষেত্রে উত্তর হবে 32.5 বছর ও 17.5 বছর।
দ্বিতীয়টির ক্ষেত্রে অবশিষ্ট হবে 4 দিন (এখানে বাংলা ও ইংরেজি হরফের গণ্ডগোল হয়েছে।) এ ক্ষেত্রে উত্তর হবে শুক্রবার।
24721/7 = 3531 সপ্তাহ 4 দিন।
সোমবার তাঁর জন্ম দিন। সুতরাং 3531 সপ্তাহ শেষ হবে যে কোনো রবিবারে। এর পর আরও 4 দিন তিনি বেঁচেছিলেন। সুতরাং পরের বৃহস্পতিবার পর্যন্ত তিনি বেঁচেছিলেন। সুতরাং তাঁর মৃত্যুদিন শুক্রবার।
আবার ধন্যবাদ জানাই।
এ ভাবেই খবর অনলাইনের পাশে থাকবেন।
January 27, 2019 at 12:06 pm
তোমার মতামত বিবেচনাধীন
ভুল ভাল অন্ক করে candidate দের ভুল পথে ঠেলে দিচ্ছেনা 3. পিতা-পুত্রের বয়সের সমষ্টি 50 বছর। 15 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 7 গুণ। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত?
Ans – 40 বছর, 10 বছর ( বর্তমান বয়স 10 বছর হলে 15 আগে সে তো অস্তিত্বহীন , সঠিক উত্তর ৩২.৫ এবং ১৭.৫)
. এক ব্যক্তি 24721 দিন জীবিত ছিল। তার জন্ম দিন সোমবার হলে মৃত্যু দিন কী বার ছিল?
Ans – বৃহস্পতিবার। (7 দিয়ে 24721 কে ভাগ করলে ৪ অবশিষ্ট থাকে, সোমবার থেকে চার দিন গুনলে বৃহস্পতিবার হয়।) ( 7 দিয়ে ভাগ করলে 8 অবশিষ্ট হয় নাকি )
উত্তর
অসংখ্য ধন্যবাদ, খবর অনলাইন পড়ার জন্য। আরও ধন্যবাদ অঙ্কে ভুল ধরিয়ে দেওয়ার জন্য।
আপনিই ঠিক। প্রথম অঙ্কটির ক্ষেত্রে উত্তর হবে 32.5 বছর ও 17.5 বছর।
দ্বিতীয়টির ক্ষেত্রে অবশিষ্ট হবে 4 দিন (এখানে বাংলা ও ইংরেজি হরফের গণ্ডগোল হয়েছে।) এ ক্ষেত্রে উত্তর হবে শুক্রবার।
24721/7 = 3531 সপ্তাহ 4 দিন।
সোমবার তাঁর জন্ম দিন। সুতরাং 3531 সপ্তাহ শেষ হবে যে কোনো রবিবারে। এর পর আরও 4 দিন তিনি বেঁচেছিলেন। সুতরাং পরের বৃহস্পতিবার পর্যন্ত তিনি বেঁচেছিলেন। সুতরাং তাঁর মৃত্যুদিন শুক্রবার।
আবার ধন্যবাদ জানাই।
এ ভাবেই খবর অনলাইনের পাশে থাকবেন।
Comments are closed.