representational pic
প্রতীকী ছবি।

অভিজিৎ ব্যানার্জি

রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের অধীন সাব-অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস দফতরের কাজের জন্য সাব-ইনস্পেক্টর পদে ৯৫৭ জন লোক নেওয়া হবে। পরীক্ষা্র মাধ্যমে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। পরীক্ষা হবে মোট ১০০ নম্বরে। প্রতি প্রশ্নের মান এক। প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপের।

বিষয় হল – ১। জেনারেল স্টাডিজ – ৫০ নম্বর; ২। অ্যারিথম্যাটিক – ৫০ নম্বর

মোট সময় দেড় ঘণ্টা। সফল হলে তার পর ২০ নম্বরের পার্সোনালিটি টেস্ট

জেনারেল স্টাডিজের মধ্যে থাকবে ১। দৈনন্দিন বিজ্ঞান, ২। সাম্প্রতিক ঘটনা, ৩। ভারতীয় ইতিহাস, ৪। ভারতীয় ভূগোল ইত্যাদি।

অ্যারিথমেটিক মাধ্যমিক সিলেবাস অনুযায়ী এবং মেন্টাল এবিলিটি।

এক সেট প্রশ্নোত্তর –

জেনারেল স্টাডি

  1. মশা কী ধরনের পতঙ্গ?

Ans. আংশিক পরজীবী

2. প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের চর্বির দৈনিক চাহিদা কত?

Ans. ৫০ গ্রাম

৩। কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সব চেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমানা আছে?

Ans. বাংলাদেশ

4. ভারতের সর্বোচ্চ মালভূমি অঞ্চলের নাম কী?

Ans. লাদাখ মালভূমি

5. কোন মোগল সম্রাট তুর্কি পোশাক ছেড়ে ভারতীয় পোশাক পরা শুরু করেন?

Ans. জালালউদ্দিন মহম্মদ আকবর

৬। শের শাহ সুরি কোন জাতের লোক ছিলেন?

Ans. পাঠান (আফগান)

৭। ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে?

Ans. রঞ্জন গগৈ

৮। পাকিস্তানের প্রেসিডেন্ট বর্তমানে কে?

Ans. আরিফ-উর রহমান আলভি।

অঙ্ক

  1. একটি গরু আর একটি ঘোড়ার দাম একত্রে 5000 টাকা। ঘোড়াটি 20% লাভে আর গরুটি 10% ক্ষতিতে বিক্রি করলে মোটের ওপর 5% লাভ হয়। ঘোড়াটির ক্রয় মূল্য কত?

Ans. 2500 টাকা

2. যদি A-এর বেতন B–এর থেকে 25% কম হয়, তবে B–এর বেতন  A-এর চাইতে কত শতাংশ বেশি?

Ans. 33 পূর্ণ 1/3 % বেশি

3. স্থির জলে এক ব্যক্তি 10 কিমি প্রতি ঘণ্টা বেগে নৌকো বাইতে পারে। সে স্রোতের অনুকূলে 1 কিমি যেতে পারে 5 মিনিটে। স্রোতের বেগ কত?

Ans. 2 কিমি/ঘণ্টা

4. একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল কত হবে, যখন ঘরটি 4 মিটার প্রস্থ, 6 মিটার লম্বা আর 3 মিটার উঁচু?

Ans. 60 বর্গমিটার

(চার দেওয়ালের ক্ষেত্রফল = 2(দৈর্ঘ্য+প্রস্থ) উচ্চতা)

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here