Railway-Recruitment-2018-final

অভিজিৎ ব্যানার্জি

জেনারেল সায়েন্স
  1. আতসবাজিতে সবুজ রং-এর শিখার উৎস কী?

(a) সোডিয়াম   (b) বোরিয়াম   (c) পটাসিয়াম   (d) সালফার

উত্তর – বোরিয়াম

2. অ্যানজাইনা রোগটি মানবশরীরের কোন অংশ আক্রান্ত করে?

(a) হৃদযন্ত্র    (b) অস্থি   (c) কান   (d) চোখ

উত্তর – হৃদযন্ত্র

3. কুকুরের শরীরের কোন অংশ থেকে ঘাম নির্গত হয়?

(a) ত্বক    (b) জিভ   (c) কান   (d) চোখ

উত্তর – জিভ

জেনারেল ইন্টেলিজেন্স
  1. মেঝেতে রাখা কোনো ঘড়িতে ৬:২৫ বাজে। যদি মিনিটের কাঁটা উত্তর দিকে নির্দেশ করে, তবে ঘণ্টার কাঁটা কোন দিক নির্দেশ করছে?

(a) উত্তরপূর্ব   (b) দক্ষিণপশ্চিম   (c) দক্ষিণপূর্ব   (d) উত্তরপশ্চিম

উত্তর – উত্তরপূর্ব

2. নীচের কোনটি অন্যটি থেকে আলাদা ?

(a) 45   (b) 65   (c) 90   (d) 165

উত্তর –  65

3. ক্রমানুসারে  সাজান

(1) PLASTERING     (2) PAINTING     (3)  FOUNDATION     (4) WALLS      (5) CEILING

(a) 1,2,3,4,5     (b) 3,4,1,2,5    (c) 3,4,5,1,2   (d) 5,4,3,2,1

উত্তর – 3,4,5,1,2 

অঙ্ক
  1. কোনো একটি দ্রব্যের 18% ক্ষতি থেকে যখন 15% লাভে পরিবর্তন হয় তখন দ্রব্যটির বিক্রয়মূল্য 198 টাকা বাড়ে। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?

(a) 400   (b) 500   (c) 550   (d) 600

উত্তর – 600

2. বার্ষিক কত শতাংশ সুদের হারে কোনো আসল দু’বছরে তার ন’ গুণ হবে?

(a) 100%     (b) 150%   (c) 200%    (d) 300%

উত্তর – 200%

3. একটি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র যার প্রত্যেকটির পরিসীমা ১২০ মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে ১০০ বর্গমিটার কম। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার?

(a) 40   (b) 30     (c) 60    (d) 20

উত্তর – 40

জেনারেল স্টাডিজ
  1. নর্মদা নদীর তীরে অবস্থিত কোন শহর?

(a) জামশেদপুর     (b) জব্বলপুর     (c) নাসিক     (d) মাদুরাই

উত্তর – জব্বলপুর

2. কত্থক নাচের সঙ্গে কে যুক্ত?

(a) বিরজু মহারাজ    (b) ভি সি মাথুর   (c) আলি আকবর খান    (d) যামিনী কৃষ্ণমূর্তি

উত্তর – বিরজু মহারাজ

3. 1919 সালে কোন শহরে শান্তি সম্মেলন হয়?

(a) প্যারিস    (b) টোকিও    (c) বার্লিন     (d) রোম

উত্তর – প্যারিস

আরও পড়ুন: রেলের গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি কী ভাবে নেবেন?
আরও পড়ুন: রেলের গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নোত্তর : পর্ব ১
আরও পড়ুন: রেলের গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নোত্তর : পর্ব ২
আরও পড়ুন: রেলের গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নোত্তর : পর্ব ৩
আরও পড়ুন: রেলের গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নোত্তর: পর্ব ৪
আরও পড়ুন: রেলের গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নোত্তর : পর্ব ৫
আরও পড়ুন: রেলের গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নোত্তর : পর্ব ৬
আরও পড়ুন: রেলের গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নোত্তর : পর্ব ৭
আরও পড়ুনরেলের গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নোত্তর : পর্ব ৮
আরও পড়ুন: রেলের গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নোত্তর : পর্ব ৯
আরও পড়ুন: রেলের গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নোত্তর : পর্ব ১০
আরও পড়ুনরেলের গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নোত্তর : পর্ব ১১
 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here