রাজ্য সরকারের গ্রুপ ডি পদের পরীক্ষার মোট নম্বর ৮৫। প্রতি প্রশ্নে ১ নম্বর। প্রতিটি ভুল উত্তরে ½ নম্বর করে নেগেটিভ মার্কিং হবে। লিখিত পরীক্ষায় সফল হলে পরের ধাপ ইন্টারভিউ। আজ সম্ভাব্য এক সেট প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হল।
জেনেরাল স্টাডিজ
১) গ্যামাক্সিন, ডিডিটি এবং ব্লিচিং পাউডার কীসের যৌগ?
১) ক্লোরিন ২) নাইট্রোজেন ৩) সালফার ৪) ফসফরাস
২) পাইরোমিটার কোন কাজে লাগে?
১) বিদ্যুৎ শক্তি মাপার ক্ষেত্রে ২) উচ্চতা মাপার ক্ষেত্রে ৩) সৌর বিকিরণ মাপার ক্ষেত্রে ৪) তড়িৎ বিভব মাপার ক্ষেত্রে
৩) ঋষি অরবিন্দ নীচের কোন মামলার সঙ্গে যুক্ত ছিলেন
১) কোলাপুর মামলা ২) লাহোর ষড়যন্ত্র মামলা ৩) আলিপুর বোমা মামলা ৪) কোনোটি নয়
৪) আল্পস কোন জাতীয় পর্বতমালা?
১) স্তূপ ২) ভঙ্গিল ৩) আগ্নেয় ৪) ক্ষয়জাত
৫) দক্ষিণ গোলার্ধে সব চেয়ে বড়ো দিন কোনটি?
১) ২১ জুন ২) ২২ নভেম্বর ৩) ২২ ডিসেম্বর ৪) ২১ জুলাই
আরও পড়ুন: রাজ্য সরকারের গ্রুপ ডি পদে নিয়োগ : বাংলা নিয়ে আলোচনা
ল্যাঙ্গুয়েজ পেপার
১) সর্বনাম কয় প্রকার?
১) পাঁচ ২) ছয় ৩) সাত ৪) আট
২) লিঙ্গ পরিবর্তন ‘শিব’ —
১) শৈব ২) শাক্ত ৩) শিবানী ৪) শ্রাব্য
৩) শব্দের মধ্যে স্বরবর্ণ লোপ হলে তাকে কী বলে ?
১) বর্ণ বিপর্যয় ২) বর্ণবিকার ৩) সম্প্রকর্ষ ৪) বর্ণলোপ
৪) জন্ম > জনম — কোন ধ্বনি পরিবর্তন?
১) স্বরভক্তি ২) স্বরসঙ্গতি ৩) অপিনিহিতি ৪) অভিশ্রুতি
৫) বনস্পতি সন্ধি বিচ্ছেদ
১) বন + পতি ২) বনস+পতি ৩)বন+স্পতি ৪) কোনোটি নয়
এলিমেন্টারি ম্যাথমেটিক্স
১) একটি কারখানার মেশিনের মূল্য ১,৮০০০০ টাকা। মেশিনটির মূল্য প্রতি বছরে ১০% হ্রাসপ্রাপ্ত হয়। ৩ বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে?
১) ১০১২২০ ২) ১১১২২০ ৩) ১২১২২০ ৪) ১৩১২২০ টাকা
২) কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৫১৩, ৭৮৩ এবং ১১০৭ বিভাজ্য ?
১) ১৮ ২) ২৭ ৩) ১০০৮ ৪)৭২
৩) কোনো একটি গ্রামের বর্তমান লোকসংখ্যা ১০০০। ওই গ্রামের জনসংখ্যা বৃদ্ধির হার ৩% হলে ২ বছর পরে ওই গ্রামের লোক সংখ্যা কত হবে?
১) ১০০০৯ ২) ১০৬০৯ ৩)১০৫০৯ ৪)১০৮০৯
৪) বার্ষিক ৭১/২% হার সুদে ৬০০ টাকার ২১৯ দিনের সৃ-বৃদ্ধিমূল কত হবে?
১) ৬০৭ ২) ৫২৭ ৩) ৬২৭ ৪) ৭২৭
৫) এখন পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ। ৮ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ হবে। পিতার এখনকার বয়স কত?
১) ২৫ ২) ৩০ ৩) ৪০ ৪) ৪৫
[হলুদ রং করা গুলি উত্তর]
Jader age chilona tader ki korte hobe
অঙ্কের দুই নম্বর প্রশ্নটি ভুল আছে।
tnx