কলকাতা: সত্যজিত রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI) এবার নতুন পরিচয়ে পথ চলা শুরু করল। ডিমড বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেল কলকাতার এই খ্যাতনামা ফিল্ম ইনস্টিটিউট। আর সেই সঙ্গে এক বড় পরিবর্তনের পথে এগোল প্রতিষ্ঠান। এ বছর থেকেই স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা ডিপ্লোমার বদলে পাবেন MFA (Master in Fine Arts) ডিগ্রি।
SRFTI-র ডিরেক্টর সমীরণ দত্ত জানিয়েছেন, “আমরা ইতিমধ্যেই সব প্রস্তুতি শুরু করেছি। চলতি শিক্ষাবর্ষ থেকেই ১২টি বিশেষায়িত কোর্সে MFA ডিগ্রি প্রদান শুরু হবে।” সিনেমা এবং ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়া (EDM) এই দুই বিভাগে মিলিয়ে মোট ১২টি বিষয়ে বিশেষায়িত স্নাতকোত্তর কোর্স চালু থাকবে।
সিনেমা বিভাগের ৬টি বিশেষায়িত কোর্স হল:
- ফিল্ম ও টেলিভিশনের জন্য প্রোডিউসিং
- পরিচালনা ও স্ক্রিনপ্লে রাইটিং
- সিনেমাটোগ্রাফি
- সাউন্ড রেকর্ডিং ও ডিজাইন
- এডিটিং
- অ্যানিমেশন সিনেমা
EDM বিভাগের ৬টি কোর্স হল:
- EDM-এর জন্য সাউন্ড
- EDM পরিচালনা ও প্রোডিউসিং
- EDM লেখালিখি
- EDM এডিটিং
- EDM সিনেমাটোগ্রাফি
- EDM ম্যানেজমেন্ট
এই মুহূর্তে SRFTI-র EDM বিভাগই দেশের একমাত্র বিভাগ যেখানে টেলিভিশন এবং OTT প্ল্যাটফর্ম—উভয় ক্ষেত্রেই প্রফেশনাল প্রস্তুতি দেওয়া হয়।
ডিমড বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাওয়ার ফলে UGC-র নিয়ম মেনে চলা, NEP 2020-এর গাইডলাইন মেনে পাঠ্যক্রম তৈরি, NIRF র্যাঙ্কিংয়ে অংশগ্রহণ এবং Academic Bank of Credits-এর সঙ্গে যুক্ত হওয়া—এই সব কাজ SRFTI-র জন্য বাধ্যতামূলক হয়ে উঠেছে।
তবে শুধু স্নাতকোত্তর নয়, বহু শিক্ষার্থী জানতে চাইছেন, কবে থেকে স্নাতক স্তরে ভর্তি নেওয়া শুরু হবে। এই প্রসঙ্গে SRFTI ডিরেক্টর বলেন, “স্নাতক কোর্স চালুর জন্য বেশ কিছু প্রশাসনিক ও অ্যাকাডেমিক নিয়মকানুন অনুসরণ করতে হবে। আমরা চেষ্টা করছি আগামী শিক্ষাবর্ষ থেকেই স্নাতক পাঠ্যক্রম চালু করতে।”
SRFTI-র এই পরিবর্তন নিঃসন্দেহে দেশের চলচ্চিত্র ও ডিজিটাল মিডিয়ার শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।