Homeশিক্ষা ও কেরিয়ারডিমড বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেয়ে বড় পরিবর্তন, SRFTI দেবে MFA ডিগ্রি, শুরু হবে...

ডিমড বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেয়ে বড় পরিবর্তন, SRFTI দেবে MFA ডিগ্রি, শুরু হবে স্নাতক পাঠ্যক্রমও

SRFTI-তে এবার থেকে ডিপ্লোমার বদলে মিলবে MFA ডিগ্রি। ১২টি বিভাগে স্নাতকোত্তর কোর্স শুরু হচ্ছে এই শিক্ষাবর্ষেই। আগামী বছর থেকে চালু হতে পারে স্নাতক কোর্স।

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা: সত্যজিত রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI) এবার নতুন পরিচয়ে পথ চলা শুরু করল। ডিমড বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেল কলকাতার এই খ্যাতনামা ফিল্ম ইনস্টিটিউট। আর সেই সঙ্গে এক বড় পরিবর্তনের পথে এগোল প্রতিষ্ঠান। এ বছর থেকেই স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা ডিপ্লোমার বদলে পাবেন MFA (Master in Fine Arts) ডিগ্রি।

SRFTI-র ডিরেক্টর সমীরণ দত্ত জানিয়েছেন, “আমরা ইতিমধ্যেই সব প্রস্তুতি শুরু করেছি। চলতি শিক্ষাবর্ষ থেকেই ১২টি বিশেষায়িত কোর্সে MFA ডিগ্রি প্রদান শুরু হবে।” সিনেমা এবং ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়া (EDM) এই দুই বিভাগে মিলিয়ে মোট ১২টি বিষয়ে বিশেষায়িত স্নাতকোত্তর কোর্স চালু থাকবে।

সিনেমা বিভাগের ৬টি বিশেষায়িত কোর্স হল:

  • ফিল্ম ও টেলিভিশনের জন্য প্রোডিউসিং
  • পরিচালনা ও স্ক্রিনপ্লে রাইটিং
  • সিনেমাটোগ্রাফি
  • সাউন্ড রেকর্ডিং ও ডিজাইন
  • এডিটিং
  • অ্যানিমেশন সিনেমা

EDM বিভাগের ৬টি কোর্স হল:

  • EDM-এর জন্য সাউন্ড
  • EDM পরিচালনা ও প্রোডিউসিং
  • EDM লেখালিখি
  • EDM এডিটিং
  • EDM সিনেমাটোগ্রাফি
  • EDM ম্যানেজমেন্ট

এই মুহূর্তে SRFTI-র EDM বিভাগই দেশের একমাত্র বিভাগ যেখানে টেলিভিশন এবং OTT প্ল্যাটফর্ম—উভয় ক্ষেত্রেই প্রফেশনাল প্রস্তুতি দেওয়া হয়।

ডিমড বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাওয়ার ফলে UGC-র নিয়ম মেনে চলা, NEP 2020-এর গাইডলাইন মেনে পাঠ্যক্রম তৈরি, NIRF র‍্যাঙ্কিংয়ে অংশগ্রহণ এবং Academic Bank of Credits-এর সঙ্গে যুক্ত হওয়া—এই সব কাজ SRFTI-র জন্য বাধ্যতামূলক হয়ে উঠেছে।

তবে শুধু স্নাতকোত্তর নয়, বহু শিক্ষার্থী জানতে চাইছেন, কবে থেকে স্নাতক স্তরে ভর্তি নেওয়া শুরু হবে। এই প্রসঙ্গে SRFTI ডিরেক্টর বলেন, “স্নাতক কোর্স চালুর জন্য বেশ কিছু প্রশাসনিক ও অ্যাকাডেমিক নিয়মকানুন অনুসরণ করতে হবে। আমরা চেষ্টা করছি আগামী শিক্ষাবর্ষ থেকেই স্নাতক পাঠ্যক্রম চালু করতে।”

SRFTI-র এই পরিবর্তন নিঃসন্দেহে দেশের চলচ্চিত্র ও ডিজিটাল মিডিয়ার শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

পশ্চিম বর্ধমানে মহিলাদের জন্য চাকরির সুযোগ, কমিউনিটি অডিটর পদে নিয়োগ

পশ্চিম বর্ধমানে আনন্দধারা প্রকল্পে কমিউনিটি অডিটর পদে ১১ জন মহিলাকে নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অফলাইনে, শেষ তারিখ ৩১ জুলাই।

লাইব্রেরি সায়েন্সে স্নাতকদের জন্য সরকারি চাকরির সুযোগ, এনসিইআরটি-তে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সে স্নাতকদের জন্য চাকরির সুযোগ এনসিইআরটি-তে। চুক্তিভিত্তিক নিয়োগ, ইন্টারভিউ ২২ জুলাই, বেতন ৩৫ হাজার টাকা।

ব্যাঙ্ক অফ বরোদায় ২,৫০০ জন নিয়োগ, পশ্চিমবঙ্গে ৫০টি পদ! জানুন আবেদন ও যোগ্যতার খুঁটিনাটি

ব্যাঙ্ক অফ বরোদায় লোকাল ব্যাঙ্ক অফিসার পদে ২,৫০০ জন নিয়োগ। পশ্চিমবঙ্গে রয়েছে ৫০টি শূন্যপদ। মাসিক বেতন সর্বোচ্চ ₹৮৫,৯২০। আবেদনের শেষ তারিখ ২৪ জুলাই।