চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। নতুন বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি । উচ্চ প্রাথমিকের জন্য সপ্তম কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৷ ১১ জুন কাউন্সেলিংয়ের জন্য চাকরিপ্রার্থীদের ডাকা হয়েছে । এবার ১২১ জন চাকরিপ্রার্থীকে ডাকা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই ডাক পাওয়া বাকি রয়েছে ১৪১০ জনের ।
দীর্ঘ ১২ বছর অপেক্ষার পর শেষমেষ উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন । কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আদেশ মেনে হচ্ছে সমস্ত প্রক্রিয়া । এর আগে মোট ছ’টি কাউন্সেলিং হয়েছে । সেগুলোও হয়েছে দফায় দফায় । প্রথম কাউন্সেলিংয়ে ৮৭৪৯ জন, দ্বিতীয় দফায় ২৫৯৫ জন, তৃতীয়বার ৭২৮ জন, চতুর্থবার ২৬১ জন, পঞ্চমবার ১৫৩ জন এবং ষষ্ঠবার ৭২৭ জনের ডাক পড়েছিল । হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আদেশ দিয়েছিল, চার সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে । সেই তালিকা এরমধ্যেই প্রকাশ করা হয়েছে । সুপারিশপত্র দফায় দফায় দেওয়া শুরু করেছে এসএসসি ।
এদিকে, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদও রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
দীর্ঘদিন ধরে একটানা চলা আইনি জটিলতা শেষ করতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নথিপত্র যাচাইয়ের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৯ জুন থেকে ১৮ জুন পর্যন্ত নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া চলবে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতর (Acharya Prafulla Chandra Bhawan, D.K-7/1, Saltlake, Sector-2, Kolkata-700091)।
নির্দিষ্ট সময়সীমার মধ্যে ছুটির দিন ছাড়া চাকরিপ্রার্থীদের নিজেদের সব নথিপত্র যাচাই করাতে হবে। প্রয়োজনীয় নথিপত্র আসল ও সেলফ অ্যটেসটেড করা প্রতিলিপি নিয়ে চাকরিপ্রার্থীদের স্বশরীরে নথিপত্র যাচাইয়ের সময় হাজির হতে হবে। যোগ্য চাকরিপ্রার্থীদের নামের তালিকা জানতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে।