Homeশিক্ষা ও কেরিয়ার৩ হাজারের বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করবে এসএসসি, আবেদনের শেষ তারিখ ১৮...

৩ হাজারের বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করবে এসএসসি, আবেদনের শেষ তারিখ ১৮ জুলাই

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

স্টাফ সিলেকশন কমিশন (SSC) বড়সড় কর্মী নিয়োগের ঘোষণা করল। কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসি-CHSL (Combined Higher Secondary Level) ২০২৫ পরীক্ষার মাধ্যমে মোট ৩,১৩১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

নিযুক্ত প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ এবং দফতরে Group C পদে কাজের সুযোগ পাবেন। এই পদগুলির মধ্যে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JSA), পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর (DEO)।

আবেদনের যোগ্যতা:

  • প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।
  • আবেদনকারীদের অবশ্যই দ্বাদশ শ্রেণি (Higher Secondary) পাশ করতে হবে।

আবেদনের নিয়ম:

  • আবেদন করতে হবে অনলাইনে, কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।
  • আবেদন ফি ১০০ টাকা। তবে মহিলাদের এবং SC, ST, PwBD ও প্রাক্তন সেনাদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।
  • অনলাইনে ফি জমা দেওয়ার শেষ দিন ১৯ জুলাই ২০২৫।
  • যারা আবেদনপত্রে ভুল করবেন, তাঁদের জন্য সংশোধনের সুযোগ রয়েছে ২৩ ও ২৪ জুলাই ২০২৫।

পরীক্ষার সময়সূচি:

প্রথম ধাপের (Tier-1) CBT পরীক্ষা হবে আগামী ৮ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে। পরীক্ষার সিলেবাস, অ্যাডমিট কার্ড এবং অন্যান্য বিস্তারিত তথ্য এসএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

  • আবেদনের শেষ দিন: ১৮ জুলাই ২০২৫
  • ফি জমার শেষ দিন: ১৯ জুলাই ২০২৫
  • করেকশনের তারিখ: ২৩ ও ২৪ জুলাই ২০২৫
  • টায়ার-১ পরীক্ষা: ৮-১৮ সেপ্টেম্বর ২০২৫

আবেদন লিঙ্ক:

https://ssc.nic.in

আরও পড়ুন: এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

পশ্চিম বর্ধমানে মহিলাদের জন্য চাকরির সুযোগ, কমিউনিটি অডিটর পদে নিয়োগ

পশ্চিম বর্ধমানে আনন্দধারা প্রকল্পে কমিউনিটি অডিটর পদে ১১ জন মহিলাকে নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অফলাইনে, শেষ তারিখ ৩১ জুলাই।

লাইব্রেরি সায়েন্সে স্নাতকদের জন্য সরকারি চাকরির সুযোগ, এনসিইআরটি-তে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সে স্নাতকদের জন্য চাকরির সুযোগ এনসিইআরটি-তে। চুক্তিভিত্তিক নিয়োগ, ইন্টারভিউ ২২ জুলাই, বেতন ৩৫ হাজার টাকা।

ব্যাঙ্ক অফ বরোদায় ২,৫০০ জন নিয়োগ, পশ্চিমবঙ্গে ৫০টি পদ! জানুন আবেদন ও যোগ্যতার খুঁটিনাটি

ব্যাঙ্ক অফ বরোদায় লোকাল ব্যাঙ্ক অফিসার পদে ২,৫০০ জন নিয়োগ। পশ্চিমবঙ্গে রয়েছে ৫০টি শূন্যপদ। মাসিক বেতন সর্বোচ্চ ₹৮৫,৯২০। আবেদনের শেষ তারিখ ২৪ জুলাই।