স্টাফ সিলেকশন কমিশন (SSC) বড়সড় কর্মী নিয়োগের ঘোষণা করল। কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসি-CHSL (Combined Higher Secondary Level) ২০২৫ পরীক্ষার মাধ্যমে মোট ৩,১৩১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
নিযুক্ত প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ এবং দফতরে Group C পদে কাজের সুযোগ পাবেন। এই পদগুলির মধ্যে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JSA), পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর (DEO)।
আবেদনের যোগ্যতা:
- প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।
- আবেদনকারীদের অবশ্যই দ্বাদশ শ্রেণি (Higher Secondary) পাশ করতে হবে।
আবেদনের নিয়ম:
- আবেদন করতে হবে অনলাইনে, কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।
- আবেদন ফি ১০০ টাকা। তবে মহিলাদের এবং SC, ST, PwBD ও প্রাক্তন সেনাদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।
- অনলাইনে ফি জমা দেওয়ার শেষ দিন ১৯ জুলাই ২০২৫।
- যারা আবেদনপত্রে ভুল করবেন, তাঁদের জন্য সংশোধনের সুযোগ রয়েছে ২৩ ও ২৪ জুলাই ২০২৫।
পরীক্ষার সময়সূচি:
প্রথম ধাপের (Tier-1) CBT পরীক্ষা হবে আগামী ৮ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে। পরীক্ষার সিলেবাস, অ্যাডমিট কার্ড এবং অন্যান্য বিস্তারিত তথ্য এসএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
- আবেদনের শেষ দিন: ১৮ জুলাই ২০২৫
- ফি জমার শেষ দিন: ১৯ জুলাই ২০২৫
- করেকশনের তারিখ: ২৩ ও ২৪ জুলাই ২০২৫
- টায়ার-১ পরীক্ষা: ৮-১৮ সেপ্টেম্বর ২০২৫
আবেদন লিঙ্ক:
আরও পড়ুন: এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই