পিঠে বই-খাতাবোঝাই ব্যাগের ভারে হাঁটাচলা করাই দুষ্কর হয়ে উঠেছে পড়ুয়াদের কাছে। স্কুলের পড়ুয়াদের পড়ার বোঝা লাঘব করতে তাই বিশেষ উদ্যোগ নিতে চলেছে দক্ষিণের রাজ্য কেরলের সরকার। সপ্তাহে একটা দিন ব্যাগ ছাড়াই স্কুলে ক্লাস করতে যাবে পড়ুয়ারা।
মাসে ৪টে দিন এখন ব্যাগ ছাড়া আনন্দের সঙ্গে স্কুলে যেতে পারবে পড়ুয়ারা। এমনই পরিকল্পনা করেছে পিনারই বিজয়নের সরকার। স্কুলের পড়ুয়া আর তাদের অভিভাবকদের কথা মাথায় রেখে খুব শিগগিরই এই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন রাজ্যের সাধারণ শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টি।
শুক্রবার শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টি ঘোষণা করেন, খুব শিগগিরই প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য সপ্তাহে একদিন করে ব্যাগ ছাড়া স্কুলে যাওয়ার নিয়ম চালু করা হবে।
পড়ুয়াদের পড়ার বোঝা কমানোর লক্ষ্যে এর মধ্যেই পাঠ্যবই দু’ভাগে ছাপিয়ে পড়ুয়াদের মধ্যে বণ্টনও করা হয়ে গেছে। কিন্তু তার পরও পড়ুয়াদের ব্যাগ খুব ভারী হচ্ছে বলে অভিযোগ আসছিল। তাই সপ্তাহে একদিন করে ব্যাগ ছাড়া স্কুলে যাওয়ার নিয়ম চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিদেশে পড়তে গিয়ে গত ৫ বছরে ৬৩৩ জন ভারতীয় পড়ুয়ার মৃত্যু, সবচেয়ে বেশি কানাডায়