grains

অভিজিৎ ব্যানার্জি

অঙ্ক

অঙ্কের কিছু শর্টকাট টিপস আলোচনা করা হল

  1. রামের আয় তার স্ত্রীর আয় অপেক্ষা 10% কম হলে তার স্ত্রীর আয় তার অপেক্ষা কত শতাংশ বেশি?

সমাধান – আয় বেশি হবে {(100 x 10)/(100 – 10)} % =  (1000/90)%= 111/9%

Ans: 111/9%

2. 8 জন মানুষ 27 দিনে 81টি খেলনা তৈরি করে। তবে 16 জন মানুষ 24টি খেলনা কত দিনে করবে?

সমাধান –  এখানে M1 =  8,   D1 = 27,   W1  = 81

M2 = 16, W2 = 24

সুতরাং D2 = (M1 D1 W2)/( M2 W1)

= (8x27x24)/(16×81) = 4 দিন

Ans: 4 দিন

3. একটি চৌবাচ্চায় দু’টি নল লাগানো আছে। প্রথমটি দিয়ে খালি চৌবাচ্চাটি 10 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয়টি দিয়ে ভর্তি চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হয়। চৌবাচ্চাটি যখন অর্ধেক জলপূর্ণ আছে, তখন দু’টি নল এক সঙ্গে খুলে দিলে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ বা খালি হবে?

সমাধান – এখানে x =10, y =15

সুতরাং নির্ণেয় সময়   xy/2(y-x) মিনিট

= (10 x 15)/2(15-10) মিনিট

= (10 x 15)/(2 x 5) = 15 মিনিট

Ans: 15 মিনিট

জেনারেল অ্যাওয়ারনেস

  1. ভুল উত্তরটি নির্বাচিত করো –

ক) বিশাখ দত্ত – মুদ্রারাক্ষস

খ) শুদ্রক  – মৃচ্ছকটিক

গ) বিহ্লন – বিক্রমাঙ্কদেব চরিত

ঘ) তুলসীদাস – রামচরিত

উত্তর – ঘ) তুলসী দাস – রাম চরিত ( সন্ধ্যাকর নন্দী রাম চরিত রচনা করেন)

২। ভুল উত্তরটি নির্বাচিত করো –

ক) 273 খ্রিস্টপূর্ব – অশোকের সিংহাসন লাভ

খ) 269 খ্রিস্টপূর্ব – অশোকের মৃত্যু

গ) 326 খ্রিস্টপূর্ব – আলেকজান্ডারের ভারত অভিযান

ঘ) 260 খ্রিস্টপূর্ব – কলিঙ্গ যুদ্ধ

উত্তর – খ) 269 খ্রিস্টপূর্ব – অশোকের মৃত্যু (অশোকের মৃত্যু ২৩২ খ্রিস্টপূর্বে)

৩। ভুল উত্তরটি নির্বাচিত করো –

ক) পোরবন্দর – গুজরাত

খ) আলেপ্পি – কর্নাটক

গ) রত্নগিরি – মহারাষ্ট্র

ঘ) নাগাপট্টিনম – তামিলনাড়ু

উত্তর – খ) আলেপ্পি – কর্নাটক (কেরলের বন্দর আলেপ্পি)

৪। ভুল উত্তরটি নির্বাচিত করো –

ক) গ্রিনিচের দ্রাঘিমা – ১৮০ ডিগ্রি

খ) প্রতিটি দ্রাঘিমা – অর্ধবৃত্ত

গ) দ্রাঘিমারেখাগুলি পরস্পর সমান্তরাল নয়

ঘ) প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান।

উত্তর – ক) গ্রিনিচের দ্রাঘিমা – ১৮০ ডিগ্রি (গ্রিনিচের দ্রাঘিমা – ০ ডিগ্রি)

আরও পড়ুন খাদ্য দফতরে সাব-ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্নোত্তর – ১

আরও পড়ুন খাদ্য দফতর সাব-ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্নোত্তর – ২

আরও পড়ুন খাদ্য দফতরে সাব-ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্নোত্তর –  ৩

আরও পড়ুন খাদ্য দফতরে সাব-ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্নোত্তর – ৪

আরও পড়ুন খাদ্য দফতরে সাব-ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্নোত্তর – ৫

আরও পড়ুন খাদ্য দফতরে সাব-ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্নোত্তর-৬

আরও পড়ুন খাদ্য দফতরে সাব-ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্নোত্তর – ৭

আরও পড়ুন খাদ্য দফতরে সাব-ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্নোত্তর – ৮

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন