অভিজিৎ ব্যানার্জি
জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং
১। রাম বলল, “এই ভদ্রমহিলা আমার মায়ের নাতির স্ত্রী”। তা হলে ভদ্রমহিলা রামের কে হন?
- (a) নাত-বউ (b) ঠাকুমা (c) মা (d) পুত্রবধু
উঃ (d)
২। NESTIN শব্দটির বর্ণমালাগুলি সঠিকভাবে গোছালে একটি খেলার নাম হয়। খেলার শেষ বর্ণ কোনটি?
(a) E (b) S (c) T (d) কোনোটি নয়
উঃ (b)
৩।
15
|
25 | 5 |
4
|
24 | 10 |
16
|
? | 15 |
‘?’ চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে ?
- (a) 49 (b) 1 (c) 46 (d) 35 উঃ (c) 46
উত্তর বিশ্লেষণ: 15+( 5X2) = 15 + 10 =25
4+(10X2) = 4 + 20 = 24
16+(15X2) = 16 +30 =46
জেনারেল সায়েন্স
১। কোন বৈশিষ্ট্য শৈবালে দেখা যায় না ? – কাইটিনযুক্ত কোশ প্রাচীর
২। রিকসিয়া কোন জাতীয় উদ্ভিদ ? – উভচর
৩। কোন গাছে সপক্ষল পত্রবৃন্ত দেখা যায় – লেবু
৪। আলোকবর্ষ কীসের একক ? – দূরত্বের
৫। থাইরয়েড গ্রন্থি কোন কশেরুকার মধ্যে থাকে – ৫ ও ৭ ( পাঁচ ও সাত নং )
জেনারেল অ্যাওয়ারনেস
১। জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত ? – চতুর্থ
২। নোয়াভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে আছে – তামিলনাডু
৩। কনিস্ক কোন ধর্মে ধর্মান্তরিত হন – বৌদ্ধ
৪। পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয় কে ? – রাজ্য সরকার
৫। কোন শহরটিতে ভারতের গ্লোবাল স্কিল পার্ক তৈরি করা হবে ? – ভোপাল
অঙ্ক
1। যদি কোনো ব্যক্তি 10 টাকায় 12টি দ্রব্য কিনে 12 টাকায় 10টি দ্রব্য বিক্রয় করে, তার লাভ বা ক্ষতির হাত কত ?
উত্তর – লাভের হার
={(122 – 102)/102} X 100%
=( 44/100)X100
= 44%
2। এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকায় 4 ঘণ্টায় 18 কিমি এবং প্রতিকুলে ওই দূরত্ব ১২ ঘণ্টায় যায়। স্থির জলে নৌকার বেগ কত ?
উত্তর – নৌকার বেগ + স্রোতের বেগ = ১৮/৪ = 4.5 কিমি/ঘণ্টা
নৌকার বেগ – স্রোতের বেগ = 18/12 = 1.5 কিমি/ ঘণ্টা
∴ নৌকার বেগ = 1/2(4.5 + 1.5) = 3 কিমি/ঘণ্টা